গাজায় ফের বর্বর ইসরায়েলি হামলা, ৩ পুলিশ সদস্য নিহত

0
67

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজার রাফাহ শহরের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে হামাস-পরিচালিত পুলিশ বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তাদের অভিযোগ, শনিবারের এই হামলা গত ১৯ জানুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন।

১৬ ফেব্রুয়ারি, রবিবার গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত পুলিশ সদস্যরা গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন ছিলেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, “মন্ত্রণালয় বর্বর ইসরায়েলের এই অপরাধের নিন্দা জানাচ্ছে এবং মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছে যেন, দখলদার বাহিনীকে পুলিশ বাহিনীর ওপর হামলা বন্ধ করতে বাধ্য করা হয়।”

যুদ্ধবিরতি চুক্তির পরেও একের পর এক বর্বর হামলা চালিয়ে আসছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। গাজায় ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি শুরু হওয়ার পর থেকে দখলদারদের হামলায় গাজায় কমপক্ষে ১২১ জন ফিলিস্তিনি নিহত এবং ৮২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা।


তথ্যসূত্র:
1. Israeli shelling kills 3 Palestinian police officers securing entry of aid in southern Gaza
– https://tinyurl.com/mprswkme
2. Hamas ministry says Israel strike kills three policemen in Gaza
– https://tinyurl.com/bdwpj26w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহিলি সীমান্তে রেলওয়ের সংস্কার কাজে বাধা দিল বিএসএফ
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া’র প্রচেষ্টায় মুক্তি পেল বিভিন্ন দেশে কারাবন্দি থাকা ১৭ জন আফগান নাগরিক