পাকিস্তান সেনা কনভয়ে টিটিপির অতর্কিত আক্রমণ: কর্নেল সহ ১৮ সেনা হতাহত

0
146

পাকিস্তানের মিরানশাহে একটি সামরিক কনভয়ে অতর্কিত হামলা চালিয়েছেন মুজাহিদিনরা। এতে অন্তত ১৮ সেনা সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার ১৫ ফেব্রুয়ারি সকালে, উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহে পাকিস্তান সেনাবাহিনীর একটি কনভয় লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালিয়েছেন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুজাহিদিনরা। এসময় পাকিস্তান সামরিক বাহিনী ও টিটিপির মুজাহিদদের মধ্যে প্রায় এক ঘন্টা ধরে তীব্র লড়াই সংঘটিত হয়।

ফলশ্রুতিতে, মুজাহিদদের হামলায় পাকিস্তান সামরিক বাহিনীর একটি সামরিক যান অকেজো ও অন্য একটি ক্ষতিগ্রস্ত হয়, পরে সেগুলো মুজাহিদিনরা আটক করে রাখেন। এছাড়াও এই অভিযানে মুজাহিদদের হাতে পাকিস্তান সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল সহ ১০ সেনা সদস্য নিহত এবং আরও ৮ এরও বেশি সেনা সদস্য আহত হয়েছে, আহতদের মধ্যে তিন সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে পাকিস্তান সামরিক বাহিনী এই হামলায় বিষয়টি নিশ্চিত করে নিহত ৪ সেনার ছবি প্রকাশ করেছে।

সূত্রমতে, অভিযানে টিটিপির একজন মুজাহিদও শাহাদাত বরণ করেছেন। পরে স্থানীয় নেতাদের মধ্যস্থতায়, শহিদ মুজাহিদদের মৃতদেহ ফিরিয়ে দেওয়ার শর্তে পাকিস্তান সামরিক বাহিনীর সাঁজোয়া যানটি সেনাবাহিনীর কাছে ফেরত দেওয়া হয়।


তথ্যসূত্র:
1. د پاکستاني پوځ د سختو ورځو دوام؛ پاکستاني طالبانو وزیرستان کې ترې ۱۸ پوځیان وژلي
– https://tinyurl.com/3mw6x5us

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || কাশ্মীরি মুসলিমের বাড়ি বাজেয়াপ্ত করলো দখলদার ভারতীয় বাহিনী
পরবর্তী নিবন্ধদক্ষিণ সোমালিয়ার একাধিক রাজ্যে চলছে আশ-শাবাবের তীব্র সামরিক অপারেশন: হতাহত বহু শত্রু সৈন্য