কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্ৰেফতার

0
22

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ ফেব্রুয়ারি ) দিবাগত রাত দেড়টার দিকে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের প্রেমু গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, গত ৪ আগস্ট দেবিদ্বার পৌর এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক খুন হয়। সে ঘটনায় হওয়া মামলায় ৫ নাম্বার এজাহারনামীয় আসামি রুবেল। এছাড়া তার বিরুদ্ধে আবু বকর নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যাচেষ্টার মামলাও রয়েছে।

গত ৫ আগস্টের পর থেকে পলাতক পলাতক ছিল রুবেল। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ও গুজব ছড়ায় সে।


তথ্যসূত্র:
১.কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রুবেল গ্রেফতার
-https://tinyurl.com/b42ck82p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে ফের সন্ত্রাসী ইসরায়েলি তান্ডব, আটক ২৫ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধভিডিও || চালু হওয়ার দ্বারপ্রান্তে আফগানিস্তানের প্রথম ২০০ শয্যাবিশিষ্ট ক্যান্সার হাসপাতাল