হেরাত প্রদেশে ৯ বছরের মজলুম গৃহবন্দি নারীকে মুক্ত করল ইমারতে ইসলামিয়া

0
123

আফগানিস্তানের হেরাত প্রদেশের পুশতকোহ জেলায় নিজ বাড়িতে প্রায় ৯ বছর গৃহবন্দি ছিলেন এক মজলুম নারী। ইমারতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক বিভাগের স্থানীয় কর্তৃপক্ষের প্রচেষ্টায় এই নারীকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছে।

উক্ত বিভাগের প্রাদেশিক শাখার প্রধান শাইখ আজিজুর রহমান আল-মুহাজির হাফিযাহুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী নারীর বন্দিদশার জন্য তার স্বামীকে দায়ী করা হয়েছে। দায়ী ব্যক্তিকে শরীয়াহ আদালতের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন শাইখ আজিজুর রহমান হাফিযাহুল্লাহ।

বিগত এক বছরে নারী অধিকার সংশ্লিষ্ট শত শত অভিযোগ চিহ্নিত করেছে হেরাত প্রদেশের সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক বিভাগ। ইসলামী শরীয়াহ অনুযায়ী নারী অধিকারকে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে ইমারতে ইসলামিয়া সরকার।


তথ্যসূত্র:
1. Woman released after nine years in confinement in herat
– https://tinyurl.com/yp28vbck

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআবারো যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের সন্ত্রাসী হামলা
পরবর্তী নিবন্ধছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ; নিষিদ্ধ ছাত্রলীগ কায়দায় বর্বরোচিত হামলা ছাত্রদলের