সফল মেরামত শেষে একটি এমআই-১৭ হেলিকপ্টার সক্রিয় করল তালিবান এয়ার ব্রিগেড

0
100

একটি এমআই-১৭ হেলিকপ্টার সফলভাবে মেরামত সম্পন্ন করেছেন তালিবান সরকারের কান্দাহার এয়ার ব্রিগেড। হেলিকপ্টারটি উক্ত ব্রিগেড কর্তৃক ইতোপূর্বে বাতিল করা হয়েছিল এবং সামরিক গুদামে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছিল।

পরবর্তীতে সংশ্লিষ্ট ব্রিগেডের অভিজ্ঞ প্রকৌশলী ও প্রযুক্তিগত টিমের আন্তরিক প্রচেষ্টায় এটিকে পুনরায় সচল করা হয়েছে। হেলিকপ্টারটি সফলভাবে আকাশে উড্ডয়ন করা হয়েছে। উল্লেখ্য যে, এমআই-১৭ হল একটি রাশিয়ান সামরিক হেলিকপ্টার, এটির রকেট বা কামানের মত ভারী অস্ত্রশস্ত্র পরিবহনের সক্ষমতা রয়েছে।

কান্দাহার এয়ার ব্রিগেড কমান্ডার মোল্লা মুহাম্মদ ঈসা ইয়াসিন হাফিযাহুল্লাহ টেকনিক্যাল বিভাগের প্রকৌশল কর্মীদের প্রশংসা করেছেন। ভবিষ্যতেও তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। এর আগেও উল্লেখযোগ্য সংখ্যক হেলিকপ্টার মেরামত ও ব্যবহার উপযোগী করেছিলেন উক্ত এয়ার ব্রিগেডের প্রকৌশল কর্মীগণ।


তথ্যসূত্র:
1. Repair and flight of an MI-17 helicopter wing by Kandahar Air Brigade technical personnel
– https://tinyurl.com/bdex5c48

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || মোগাদিশু বাহিনীর উপর আশ-শাবাবের হামলার ফুটেজ
পরবর্তী নিবন্ধসেনা প্রত্যাহারের পরও লেবাননে ইসরায়েলি বর্বর হামলায় প্রাণহানি