পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েল

0
9

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বর্বর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই অঞ্চলের একটি শরণার্থী শিবিরে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী গুলি চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের তুবাসের কাছে আল-ফারা ক্যাম্পে বুধবার ইসরায়েলি বাহিনীর হাতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী ওয়াফাকে জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী তাদের বাড়িতে গুলি ও শেল নিক্ষেপ করার পর ওই তিনজন নিহত হন।

বুধবারের ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইসরায়েল পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলিতে ঘরবাড়ি ধ্বংস এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে সপ্তাহব্যাপী আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি পশ্চিম তীরের জেনিনে শুরু হওয়া ইসরায়েলি অভিযানের কারণে কয়েক হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।


তথ্যসূত্র:
1. Israeli forces kill three Palestinians in northern West Bank camp
– https://tinyurl.com/4eem8jj2
2. Israeli army kills three Palestinians in West Bank refugee camp assault
– https://tinyurl.com/4shepfjk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান শরণার্থীদের দ্রুত গণ উচ্ছেদের পরিকল্পনা করেছে পাকিস্তান
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যে মুসলিমবিদ্বেষ বেড়েছে রেকর্ড পরিমাণ