হেরাত শহরের সৌন্দর্য বাড়াতে ইমারতে ইসলামিয়ার সবুজায়ন প্রকল্প

0
55

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের হেরাত পৌরসভা সম্প্রতি শহরের নবনির্মিত বুলেভার্ডগুলোতে বিভিন্ন ধরনের শোভাময় চারা ও গোলাপ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। এসব চারার মধ্যে নাজু কালহাকান্দি, গুল তাওউস, কাহরে-জোহরা এবং মুরসাল প্রজাতির গাছ রয়েছে, যা নতুনভাবে গড়ে ওঠা বুলেভার্ডগুলোর সৌন্দর্য বৃদ্ধি করবে।

এই উদ্যোগের আওতায় এলাকাটির ইমাম বুখারি হাইওয়ে, হাওজ কারবাস থেকে হাওয়াদেহ, ফার্কে থেকে কারিজাক, পায়ান-আব থেকে মহল কান্দাহারি এবং শহরের আরও বেশ কয়েকটি সড়কে এই চারা রোপণ করা হচ্ছে।

ইমারতে ইসলামিয়া প্রশাসন হেরাত শহরের বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন শহরের সৌন্দর্য ও সবুজায়নে সক্রিয়ভাবে অংশ নেয়। এছাড়াও, এই ঋতুতে চারাগাছ রোপণের মাধ্যমে নগরবাসীরা তাদের নিজ নিজ বাড়ির বাগানে, সড়কের পাশে এবং অন্যান্য উপযুক্ত স্থানে গাছ লাগিয়ে শহরের সৌন্দর্য বৃদ্ধিতে অবদান রাখার আহ্বান জানানো হয়েছে।


তথ্যসূত্র:
1. 8,000 Seedlings Planted in Herat’s New Boulevards
– https://tinyurl.com/bdtmx8mc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যে মুসলিমবিদ্বেষ বেড়েছে রেকর্ড পরিমাণ
পরবর্তী নিবন্ধদেশের অভ্যন্তরে ঢুকে বাংলদেশি কৃষকের সবজি ও ধানগাছ কেটে দিয়েছে বিএসএফ ও ভারতীয়রা