কাবুল ও তাসখন্দের মধ্যে যৌথ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার চুক্তি সম্পন্ন

0
31

উজবেকিস্তান ও ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের মধ্যে সীমান্ত এলাকায় একটি যৌথ বাণিজ্যিক অঞ্চল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি উজবেকিস্তানের প্রধানমন্ত্রী জামশেদ খোযায়োভ ও ইমারতে ইসলামিয়ার অর্থনৈতিক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার হাফিযাহুল্লাহ এর বৈঠকে এই চুক্তি সম্পন্ন হয়।

উজবেক প্রধানমন্ত্রী জানান, নতুন অঞ্চলটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করবে। এখানে চিনাবাদাম ও তুলার প্রক্রিয়াকরণ কারখানা, প্যাকেজিং ও লজিস্টিক কেন্দ্র এবং খাদ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হবে।

এছাড়া, উজবেকিস্তান আফগানিস্তানে তেল ও গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে যৌথভাবে কাজ করতে আগ্রহী। টোটি গ্যাসক্ষেত্রে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং শিগগিরই উত্তোলন কার্যক্রম শুরু হবে বলে জানান খোযায়োভ।

তিনি আরও বলেন, উজবেক বিনিয়োগকারীরা আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশে একটি সিমেন্ট কারখানা নির্মাণের পরিকল্পনা করছেন।

মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ উজবেকিস্তানের এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, আফগানিস্তানের অর্থনৈতিক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দুই দিনের সরকারি সফরে উজবেকিস্তানে অবস্থান করছেন।


তথ্যসূত্র:
1. کابل او تاشکند د ګډ سوداګریز زون په جوړولو هوکړه وکړه
– https://tinyurl.com/4n43xrsc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআসামের বিধান সভায় জুমার নামাজের বিরতি বাতিল করলো বিজেপি সরকার
পরবর্তী নিবন্ধকাবুলে দুটি বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করল ইমারতে ইসলামিয়া