কাবুলে দুটি বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করল ইমারতে ইসলামিয়া

0
20

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে দুটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাগরামি জেলার বাতখাক অঞ্চলে ১৮৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি নতুন সাবস্টেশন স্থাপন এবং আর্গান্দি থেকে বাতখাক পর্যন্ত ২২০ কিলোভোল্টের বিদ্যুৎ লাইন সম্প্রসারণ। প্রকল্পগুলোর মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৫.৪ মিলিয়ন ডলার।

২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পানি ও জ্বালানি মন্ত্রী মোল্লা আবদুল লতিফ মনসুর হাফিযাহুল্লাহ জানান, ইমারতে ইসলামিয়া প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের বিদ্যুৎ ও জলসম্পদ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। এরই ধারাবাহিকতায় শাহ ওয়া অরুস, কামাল খান ও ওমরী বাঁধ ইতোমধ্যে চালু করা হয়েছে। পাশাপাশি, বাখশ আবাদ ও পাসদান বাঁধের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, যা শিগগিরই উদ্বোধন করা হবে।

এদিকে, ইমারতে ইসলামিয়ার বিদ্যুৎ বিভাগ ‘ব্রেশনা শেরকাত’-এর প্রধান জানিয়েছেন, আগামী বছরে বিদ্যুৎ খাতে ৪০ বিলিয়ন আফগানি মূল্যের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও উন্নত ও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Works of 2 Power Projects Inaugurated in Kabul
– https://tinyurl.com/3ndn4896

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুল ও তাসখন্দের মধ্যে যৌথ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার চুক্তি সম্পন্ন
পরবর্তী নিবন্ধইয়েমেনে সম্প্রতি মার্কিন বিমান হামলায় শহিদ ৫ মুজাহিদ কমান্ডার