
ইয়েমেনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আল-কায়েদা আরব উপদ্বীপ শাখার মুজাহিদদের লক্ষ্য করে একাধিক ড্রোন ও
এজেন্টদের দ্বারা বোমা হামলা চালিয়েছে ক্রুসেডার মার্কিন যুক্তরাষ্ট্র। এতে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র প্রতিরোধ দলটির ৫ জন বিশিষ্ট মুজাহিদ কমান্ডার শাহাদাত বরণ করেছেন।
আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা বা আনসারুশ শরিয়াহ্’র মিডিয়া শাখা আল-মালাহিম থেকে শহিদ কমান্ডারদের শাহাদাতে শোক জানিয়ে একটি বিবৃতি ও তাদের ইনফোগ্রাফি ছবি প্রকাশ করেছে।
আল-মালাহিম মিডিয়া কর্তৃক প্রকাশিত উক্ত ছবিগুলো থেকে জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দখলদার “ইহুদি-ক্রুসেডার আমেরিকান বিমান হামলায়” মহান যেই মুজাহিদিনরা শাহাদাত বরণ করেছেন, তাদের মধ্যে ৪ জনকে ক্রুসেডার বাহিনী বিমান হামলা চালিয়ে শহিদ করেছে। অন্য একজনকে ক্রুসেডাররা তাদের এজেন্টদের দ্বারা স্থাপন করা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে শহিদ করেছে।
এই শহিদদের মধ্যে রয়েছেন আবু সালিহ আল-দিওয়ালী রহমাতুল্লাহি আলাইহি (আম্মার ইবনে সালিহ ইবনে মুহাম্মদ আল-আওলাকি)। তিনি ছিলেন ইয়েমেনের শাবওয়া প্রদেশের বাসিন্দা। যিনি চলতি বছরের জানুয়ারিতে শাবওয়া রাজ্যে মার্কিন বিমান হামলায় শাহাদাত বরণ করেছেন।
এই তালিকায় রয়েছেন আবু আলী আদ-দিয়াসী (মুহাম্মদ ইবনে সালিহ) রহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন হাদরামাউত প্রদেশের মুকাল্লা শহরের বাসিন্দা। তিনিও গত জানুয়ারিতে শাবওয়ায় মার্কিন বিমান হামলায় শাহাদাত বরণ করেছেন।
শহিদ আবু মুহাম্মদ আল-মাক্কি আল-হুধালী (রহমাতুল্লাহি আলাইহি)। তিনি পবিত্র হারামাইনের ভূমি মক্কার বাসিন্দা। চলতি ফেব্রুয়ারিতে শাবওয়ায় মার্কিন বিমান হামলায় তিনি শাহাদাত বরণ করেছেন।
শহিদ আবু ইউসুফ (মুহাম্মদ বিন সাইদ) রহমাতুল্লাহি আলাইহি। তিনি হাদরামাউত প্রদেশের মুকাল্লা শহরের বাসিন্দা। তিনিও চলতি ফেব্রুয়ারিতে মারিব প্রদেশে তার গাড়িতে এজেন্টদের রাখা একটি বিস্ফোরক বিস্ফোরণে শহিদ হয়েছেন।
শহিদ আইয়ুব আল-লাহজী (মূসা ইব্রাহিম আলী আওজ আস-সাবিহী) রহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন ইয়েমেনের লাহিজ প্রদেশের বাসিন্দা। ফেব্রুয়ারিতে আবিয়ানে ক্রুসেডার বাহিনীর বিমান হামলায় তিনি শাহাদাত বরণ করেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/3ht7u4m8
may Allah swt mercy on them.