ভিডিও || “দোহা চুক্তি উপলক্ষে ইমারতে ইসলামিয়ার সামরিক সক্ষমতা প্রদর্শন”

0
76

আজ ২৮ ফেব্রুয়ারি, দোহা চুক্তির পঞ্চম বার্ষিকী। ২০২০ সালের এই দিনে কাতারের রাজধানী দোহায় স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক দোহা চুক্তি, যা আফগানিস্তানের মুজাহিদ জাতির বিজয়ের পথ সুগম করে এবং বিশ্বের অন্যতম শক্তিধর সাম্রাজ্যবাদী শক্তি, আমেরিকার পরাজয় নিশ্চিত করে। দুই দশকের যুদ্ধ, দখলদারিত্ব ও নিপীড়নের পর অবশেষে আমেরিকা আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়।

এই চুক্তির মাধ্যমে আমেরিকা তার ব্যর্থতার বোঝা লুকানোর জন্য কূটনীতির আশ্রয় নেয়, কিন্তু বাস্তবতা ছিল পরিষ্কার—তাদের বাহিনী আফগান জনগণের প্রতিরোধের সামনে দাঁড়াতে পারেনি।

ইতিহাস সাক্ষী, সাম্রাজ্যবাদী শক্তিগুলো যখন সামরিকভাবে পরাজিত হয়, তখন তারা কূটনীতির মাধ্যমে সেই পরাজয় ঢাকার চেষ্টা করে। ভিয়েতনাম যুদ্ধ, ইরাক যুদ্ধ এবং সর্বশেষ আফগানিস্তান যুদ্ধেও আমেরিকা একই পথ অনুসরণ করেছে। দোহা চুক্তি শান্তির পথ তৈরির প্রচেষ্টা ছিল না; বরং এটি ছিল দুই দশকের ব্যর্থতার পর একপ্রকার আত্মসমর্পণ। আফগানিস্তান শুধু একটি ভূখণ্ড নয়—এটি প্রতিরোধের দুর্গ, যেখানে বিজয় চিরকাল মুক্তিকামী জনগণেরই হয়।

দোহা চুক্তি উপলক্ষে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান তাদের সেনাবাহিনীর একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের সামরিক সক্ষমতা ও কৌশলগত প্রস্তুতির প্রমাণ তুলে ধরা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে ইমারতে ইসলামিয়া প্রশাসন আফগানিস্তানের শক্তিশালী ভবিষ্যতের বার্তা প্রদান করেছে।

রাম্বল থেকে ভিডিও দেখুন:

বিটকিউট থেকে ভিডিও দেখুন:

ইউটিউব থেকে ভিডিও দেখুন:

ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:

রাম্বল থেকে ভিডিও দেখুন: https://rumble.com/v6pw1v2-406282862.html?e9s=src_v1_ucp

বিটকিউট থেকে ভিডিও দেখুন: https://www.bitchute.com/video/5RztPAOVsVLC

ইউটিউব থেকে ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=m0yOpNT332I

আর্কাইভ থেকে ভিডিও দেখুন: https://archive.org/details/trailer-of-the-special-forces-of-the-islamic-emirate-28-02-2025


তথ্যসূত্র:
1. د کب لسمه! د ملي دفاع وزارت ځانګړي ځواک بشپړ اصدار
– https://tinyurl.com/2jas67sp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৪০ উইঘুর শরনার্থীকে জোরপূর্বক চীনে পাঠাল থাইল্যান্ড
পরবর্তী নিবন্ধভিডিও || ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ২৩৬ জন তরুণের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন