বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ লাশ উদ্ধার

0
1

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর জানুয়ারি মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা।

বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলের গণহত্যামূলক আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা পৌঁছেছে ৪৮ হাজার ৩৬৫ জনে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের কারণে আরও ১৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ফলে, গাজায় আহতের সংখ্যা বর্তমানে ১ লাখ ১১ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি কার্যকরের পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বহু মানুষকে উদ্ধার করা সম্ভব হয়নি। অনেক মানুষ এখনও সেখানে চাপা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যার মধ্যে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি এবং গাজা থেকে দখলদার ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের মতো লক্ষ্যমাত্রা রয়েছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।


তথ্যসূত্র:
1. Gaza death toll from Israeli war exceeds 48,360
– https://tinyurl.com/3tsphwp8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ২৩৬ জন তরুণের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধপাকিস্তানের বিখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হক্কানিয়ায় জুমার সময় আত্মঘাতী বোমা হামলা