
এবার সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ১ মে রাতে এই হামলা হয়, যার বিষয়টি পরদিন অর্থাৎ ২ মে সকালে নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী। সে জানায়, সিরিয়ায় থাকা সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে রক্ষার জন্যই এই অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেছে, ‘গত রাতে আমরা দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকট হামলা চালিয়েছি। এটি সিরিয়ার শাসকদের জন্য একটি স্পষ্ট বার্তা। দক্ষিণ দামেস্কে বাহিনী মোতায়েন বা দ্রুজদের প্রতি হুমকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
দ্রুজ সম্প্রদায় মূলত শিয়া সম্প্রদায়ের একটি শাখা। সিরিয়া, লেবানন ও ইসরায়েলে তাদের উপস্থিতি রয়েছে। সম্প্রদায়টির নিরাপত্তার অজুহাতে ইসরায়েল দুইদিনের ব্যবধানে সিরিয়ায় দ্বিতীয়বারের মতো হামলা চালাল। এর আগে গত ৩০ এপ্রিল দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়।
এই হামলার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সিরিয়ার সরকার। সিরিয়ার রাষ্ট্রপতি আহমদ আল-শারার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ায় ইসরায়েলি সামরিক হামলা একটি নিন্দনীয় আক্রমণ। এটি সিরিয়াকে অস্থিতিশীল করার চেষ্টার অংশ এবং দেশটির নিরাপত্তা সংকট আরও বৃদ্ধি করার উদ্দেশ্যে ইসরায়েলের বেপরোয়া পদক্ষেপের প্রতিফলন।
সিরিয়া সরকার স্পষ্টভাবে বলেছে, তারা তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে কোনো আপস করবে না এবং দেশের জনগণের অধিকার রক্ষায় তারা সব উপায় অবলম্বন করবে। একইসঙ্গে তারা আরব রাষ্ট্রগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন সিরিয়ার প্রতি সমর্থন জানায়।
উল্লেখ্য যে, গত ২৯ এপ্রিল সিরিয়ার জারামানায় এলাকায় রাসূল ﷺ কে অবমাননা করে ছড়ানোউল্লেখ্য যে, গত ২৯ এপ্রিল সিরিয়ার জারামানায় এলাকায় রাসূল ﷺ কে অবমাননা করে ছড়ানো ড্রুজ সম্প্রদায়ের এক অডিও বার্তাকে ঘিরে সুন্নি সম্প্রদায় ও ড্রুজ সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়, এতে দুই পক্ষের বেশ কয়েকজন নিহত হয়। এরপর এ লড়াই রাজধানী দামেস্কের সাহনায়া শহরেও ছড়িয়ে পড়ে।
দ্রুজ সম্প্রদায়ের এক অডিও বার্তাকে ঘিরে সুন্নি সম্প্রদায় ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়, এতে দুই পক্ষের বেশ কয়েকজন নিহত হয়। এরপর এ লড়াই রাজধানী দামেস্কের সাহনায়া শহরেও ছড়িয়ে পড়ে।
তথ্যসূত্র:
তথ্যসূত্র:
1. Dangerous escalation’: Syria slams Israel strikes near presidential palace
– https://tinyurl.com/bdffczfj