একদিনে চার দেশে সন্ত্রাসী হামলা চালাল দখলদার ইসরায়েল

0
155

একদিনে ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। পাশাপাশি গাজাতেও হামলা অব্যহত রেখেছে দখলদার ইসরায়েল। ৫ মে, সোমবার একযোগে চারটি দেশে বিমান হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সংবাদ সংস্থাটির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ফিলিস্তিনের গাজায় ব্যাপক হামলা চালিয়ে অন্তত ৫৪ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এছাড়া ইসরায়েল একইদিনে ইয়েমেন, লেবানন এবং সিরিয়ায়ও বিমান হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের বন্দর নগরী হোদেইদায় অন্তত ৩০টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে দু’জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। এছাড়া লেবানন ও সিরিয়াতেও হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল।

এছাড়া সিরিয়াতেও আবার ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। সিরিয়া সীমান্তের অন্তর্গত জান্তা গ্রামেও আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার সিভিল ডিফেন্স (হোয়াইট হেলমেটস) জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবের গ্রামীণ এলাকায় চালানো হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। হোয়াইট হেলমেটস জানিয়েছে, আহতদের মধ্যে চারজনই শিশু।


তথ্যসূত্র:
1. Israel launches strikes on Yemen a day after Houthi strike near Tel Aviv airport
– https://tinyurl.com/yejjhvpu
2. Gaza residents refuse Israeli displacement, Hamas says no truce talks
– https://tinyurl.com/mr35txnp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারত প্রশাসনের হস্তক্ষেপে আফগানিস্তানের বাগদিস প্রদেশে নারীর সম্মতিহীন বিবাহ স্থগিত
পরবর্তী নিবন্ধদাবানলের পর এবার ভয়াবহ বন্যার কবলে দখলদার ইসরায়েল