গাজায় ইসরায়েলের নতুন সামরিক পরিকল্পনা যেন ‘আরেক নাকবা’

0
207

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের ঘোষণা দিয়েছে। ইহুদিবাদী দেশটির সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ৫ মে (সোমবার), এক ভিডিও বার্তায় জানায়, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের বিরুদ্ধে “তীব্র ও ভিন্নধর্মী” সামরিক অভিযান শুরু হয়েছে, যা গাজার পুরো ভূখণ্ড দখলের পথ প্রশস্ত করবে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ইতিমধ্যে এই পরিকল্পনা অনুমোদন করেছে, যা ফিলিস্তিনিদের জন্য নতুন এক মহাবিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।

ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার ‘কান’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পরিকল্পনাটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং এতে কয়েক মাস সময় লাগবে। নতুন পরিকল্পনা অনুযায়ী, গাজার পুরো ভূখণ্ড দখল করে বেসামরিক জনগণকে দক্ষিণে সরিয়ে নেওয়া হবে।

দখলদার ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যে গাজার প্রায় এক-তৃতীয়াংশ এলাকা দখল করে সেখানে ওয়াচ-টাওয়ার, নজরদারি পোস্ট তৈরি করেছে এবং ওই অঞ্চলকে ‘নিরাপত্তা অঞ্চল’ হিসেবে ঘোষণা দিয়েছে।

এদিকে ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধবিরতির পক্ষে জনমত বাড়ছে। জরিপ অনুযায়ী, জনগণের একটি বড় অংশ গাজায় আটক থাকা বাকি ৫৯ জন জিম্মির মুক্তির জন্য চুক্তির পক্ষে।

সংসদের বাইরে বিক্ষোভে অংশ নেওয়া রুবি চেন বলেছে, আমাদের সমস্ত পরিবার ক্লান্ত। আমরা এই নতুন অভিযানে ভীত, কারণ এর ফল কী হবে তা কেউ জানে না। আন্তর্জাতিক চাপ ও দেশে জনসমর্থনের হ্রাসের মধ্যে দখলদার ইসরায়েলের এই সিদ্ধান্ত নতুন করে তীব্র লড়াইয়ের সম্ভাবনা তুলে ধরছে।


তথ্যসূত্র:
1. Israel security cabinet approves plan to ‘capture’ Gaza, official says
– https://tinyurl.com/4nkj3f4s
2. Israel may seize all Gaza in expanded operation, officials say
– https://tinyurl.com/2x7tew3m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদাবানলের পর এবার ভয়াবহ বন্যার কবলে দখলদার ইসরায়েল
পরবর্তী নিবন্ধবুরকিনায় জান্তা বাহিনীর বিরুদ্ধে ‘জেএনআইএম’এর ৩টি পৃথক অভিযান: নিহত অন্তত ২১ শত্রু সেনা