
সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, পাকিস্তান এবং আজাদ কাশ্মীরের বিভিন্ন শহরে বিনা উসকানিতে ভারতীয় হামলায় কমপক্ষে ৩১ জন নিরীহ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং ৫৭ জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ তথ্য জানান।
ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের ডিজি বলেন, হতাহতের সংখ্যা বৃদ্ধির একটি বড় কারণ হলো নিয়ন্ত্রণ রেখায় বিনা উসকানিতে ভারতের অব্যাহত গুলিবর্ষণ।
৬ মে, বুধবার রাতের হামলা ভারতের জঘন্য মুখোশ উন্মোচিত করেছে মন্তব্য করে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, ‘আমাদের শত্রু এতটাই কাপুরুষ, তারা আমাদের সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার পরিবর্তে অন্ধকারে নিরস্ত্র বেসামরিক নাগরিক এবং জনবহুল এলাকায় আক্রমণ করেছে।’ ‘যখন আমরা (ভারতের) প্রক্সি সন্ত্রাসীদের জীবন কঠিন করে তুলেছিলাম, তখন ভারত সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নিজস্ব সেনাবাহিনী ব্যবহার করতে শুরু করেছে। নিরপরাধ নাগরিক ও শিশুদের লক্ষ্যবস্তু করা যদি সন্ত্রাসবাদ না হয়, তাহলে কী?’
আইএসপিআরের মহাপরিদর্শক প্রশ্ন তোলেন, বেসামরিক নাগরিক এবং জনবসতিকে লক্ষ্য করে কোন সন্ত্রাসীদের হত্যা করা হয়েছে? পাকিস্তানের সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে ভারতীয় আগ্রাসনের যথাযথ জবাব দিয়েছে। আমরা কাপুরুষ শত্রুর মতো নিরীহ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তুতে পরিণত করিনি। পাকিস্তানের জনগণ ও ভূখণ্ডের সুরক্ষায় কোনো আপস করা হবে না। আমাদের নাগরিকদের নিরাপত্তা বা আমাদের ভূমির সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপস নেই।
বুধবার ভোরে পাকিস্তান এবং আজাদ কাশ্মীরে হামলা চালায় ভারত। পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ আক্রমণকে ‘যুদ্ধের স্পষ্ট পদক্ষেপ’ বলে অভিহিত করেছে ইসলামাবাদ।
তথ্যসূত্র:
1. India-Pakistan crisis: 31 dead after missile strikes in Pakistan, Pakistani-controlled Kashmir — as it happened
– https://tinyurl.com/bddedc77
2. Pakistan vows retaliation after Indian airstrikes follow Kashmir attack
– https://tinyurl.com/3brbdx7h