ভারতের মুম্বাইয়ে মসজিদ ও মাদরাসা ভাঙার হুমকি

0
80

ভারতের উত্তর মুম্বাইয়ের ওশিওয়ারা এলাকায় সরকারি জমিতে নির্মিত স্থাপনার অজুহাতে মারকাজ আল-মা’আরিফ ট্রাস্টের অধীনে পরিচালিত একটি মসজিদ ও মাদরাসা ভেঙে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। এই নিয়ে বম্বে হাইকোর্টে মামলাও চলছে, যেখানে আদালত বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশন (বিএমসি) কে ১০ সপ্তাহের মধ্যে ধর্মীয় কাঠামোর বৈধতা নির্ধারণের নির্দেশ দিয়েছে।

৮ মে ভারতীয় গণমাধ্যম ক্লারিওন ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্ধেরি ভারসোভা রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কনিকা সদানন্দ হাইকোর্টে আবেদনে দাবি করেছে যে, ওশিওয়ারার পশ্চিম ওয়ার্ডে সরকারি জমিতে এই মসজিদ ও মাদরাসাটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তার দাবি, জমিটি মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির মালিকানাধীন ছিল এবং ১৯৮৯ সালে বিএমসির কাছে হস্তান্তর হয়। যদিও জমিটির একটি অংশ সৌন্দর্যবর্ধনের জন্য বরাদ্দ ছিল, ট্রাস্ট অনুমোদন ছাড়া সেখানে স্থাপনা নির্মাণ করেছে বলে অভিযোগ করেছে সদানন্দ।

তবে মারকাজ ট্রাস্টের পরিচালক মাওলানা বুরহানুদ্দিন কাসেমি অভিযোগ অস্বীকার করে বলেন, ১৯৯৩ সালের দাঙ্গার পর এলাকাটি অনুর্বর ছিল এবং দাঙ্গাপীড়িতদের অস্থায়ী আশ্রয় হিসেবে ব্যবহৃত হতো। পরে এখানেই মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠিত হয়। কাসেমি জানান, ২০০৪ সালে হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি জমিটি ট্রাস্টকে বরাদ্দ করলেও পরে বিষয়টি আদালতে গড়ায় এবং বিএমসি অনাপত্তিপত্র দিতে অস্বীকৃতি জানায়।

তিনি বলেন, জমিটি নিয়ে আইনি লড়াই চলছে এক দশকের বেশি সময় ধরে। ২০১২ সালে এই মামলা প্রথম হাইকোর্টে ওঠে এবং ২০১৫ সাল পর্যন্ত শুনানির পর আদালত বিএমসিকে উভয় পক্ষের শুনানি করে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দেয়। অথচ বিএমসি এখনও পদক্ষেপ নেয়নি।

এদিকে সদানন্দ আবারও আদালতে দাবি তুলেছে যে, নির্মাণগুলো অননুমোদিত এবং অবৈধভাবে দখল করা হয়েছে। সে এগুলো ভেঙে ফেলার আবেদন করেছে।

অন্যদিকে, মারকাজ ট্রাস্ট জানিয়েছে, এই মসজিদ ও মাদরাসা দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয় ও শিক্ষাগত চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্থানীয় মুসলিম সম্প্রদায়ও মসজিদ ধ্বংসের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে এবং ন্যায্য ও স্বচ্ছ সমাধানের দাবি তুলেছে।


তথ্যসূত্র:
1. Mumbai: Demolition Threat Looms Over Markaz Al-Ma’arif’s Mosque, Madrasa
– https://tinyurl.com/52m5ypvc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে ৩টি শত্রু অবস্থানে মুজাহিদদের ড্রোন হামলা: বহু সংখ্যক শত্রু সৈন্য হতাহত
পরবর্তী নিবন্ধ১৩ ইসরায়েলি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ভারত, ভূপাতিত ১২