
পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক (ডিজি আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত একযোগে একাধিক স্থানে হ্যারপ ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ‘আরও এক দৃষ্টান্তমূলক সামরিক আগ্রাসন’ চালিয়েছে।
৮ মে, বৃহস্পতিবার তিনি জানান, পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘উচ্চমাত্রার সতর্কতা ও নজরদারির’ মাধ্যমে এখন পর্যন্ত মোট ১২টি হ্যারপ ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে লাহোর, আট্টক, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানো, চোর ও করাচির আশপাশের এলাকায়।
তবে লাহোরের কাছে ১৩তম একটি ড্রোন একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় বলে জানিয়েছেন আইএসপিআরের ডিজি। এতে পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হন এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়। একই ধারাবাহিকতায় সিন্ধুর মিয়ানো এলাকায় এক বেসামরিক নাগরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী ভূপাতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষের ছবিও উপস্থাপন করেন।
প্রসঙ্গত, হ্যারপ ড্রোন হলো একটি আত্মঘাতী ড্রোন বা ‘লোইটারিং মিউনিশন’, যা শত্রুর রাডার বা স্থির লক্ষ্যবস্তুতে আঘাত হেনে নিজেই বিস্ফোরিত হয়। ইসরায়েলি প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের নির্মিত এই ড্রোন আকাশে দীর্ঘ সময় ঘুরে বেড়িয়ে লক্ষ্য শনাক্ত করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে বা মানুষের নিয়ন্ত্রণে আক্রমণ চালাতে সক্ষম। এটি নজরদারি ও হামলা- দুই উদ্দেশ্যেই ব্যবহৃত হয়।
তথ্যসূত্র:
1. 4 Pakistani soldiers injured in Indian drone attack, says military
– https://tinyurl.com/ycyn7wc3
2. Pakistan says it shot down 12 Indian drones and one attacked a military target
– https://tinyurl.com/4k72xp2w