
ইসরায়েলি কৌশল অবলম্বন করে ভারতের হিন্দুত্ববাদীরা প্রতিনিয়তই মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এ ধারাবাহিকতায় এবার মহারাষ্ট্রের কয়েকটি গ্রামে অস্থানীয় মুসলিমদের মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে হিন্দুত্ববাদীরা। বিশেষ করে জুমার নামাজের মতো গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতের ক্ষেত্রেও এই বৈষম্যমূলক নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে, যা সরাসরি মুসলিমদের ধর্মীয় অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ।
৮ মে ভারতীয় গণমাধ্যম দ্য অবজারভার পোস্ট এক প্রতিবেদনে জানায়, মহারাষ্ট্রের মুলশি তহসিলের ঘোটাওয়াড়ে, পিরানহুট, ওয়াদকি ও লাভালে গ্রামের হিন্দুত্ববাদী প্রভাবিত গ্রাম পঞ্চায়েতগুলো বিতর্কিত এক নির্দেশনা জারি করেছে। এতে অস্থানীয় মুসলিমদের গ্রামের মসজিদে প্রবেশ এবং বিশেষ করে শুক্রবারের জুমার নামাজ আদায়ে কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে।
গ্রামগুলোতে প্রকাশ্যে টাঙানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইনশৃঙ্খলার উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ পিরানহুটের এক পুলিশ কর্মকর্তা বলেছে, ‘শুক্রবার বাইরের মুসলিমদের সংখ্যা বেড়ে যায়, যা আইনশৃঙ্খলার জন্য হুমকি হতে পারে। তাই এখন শুধু স্থানীয়দের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।’
তবে মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই পদক্ষেপ ঘৃণা ও ক্ষোভের সঞ্চার করেছে। স্থানীয় মুসলিমরা বলছেন, এই সিদ্ধান্ত ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক সম্প্রীতির সরাসরি ক্ষতি করছে। পুনেতে যাতায়াতকারী ব্যবসায়ী মোহাম্মদ আরিফ বলেন, ‘এটা খুবই কষ্টদায়ক। আমরা ভ্রমণের সময় নামাজ আদায়ের জন্য থামি। এখন কি আমাদের হুমকি হিসেবে দেখা হবে?’
মুসলিম নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই নিষেধাজ্ঞা ভ্রমণকারী মুসলমানদের ধর্মীয় জীবন ব্যাহত করবে এবং মসজিদকেন্দ্রিক ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন-এর পুনে জেলা সভাপতি ফায়াজ শেখ তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘এই প্রস্তাবগুলো অসাংবিধানিক এবং মুসলিমদের বিচ্ছিন্ন করার পরিকল্পিত চেষ্টা।’
নাগরিক অধিকার সংগঠনগুলো এই বৈষম্যমূলক পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
তথ্যসূত্র:
1. Maharashtra Villages Ban Non-Local Muslims from Praying in Mosques Post Pahalgam Attack, Spark Controversy
– https://tinyurl.com/mr2p4ut3