
আবেদন দাখিল হওয়ার ২৪ ঘন্টার মধ্যে নাগরিকদের পাসপোর্ট প্রস্তুত করতে উদ্যোগ গ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া সরকার। কাবুলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পাসপোর্ট অফিসের মহাপরিচালক মৌলভী আব্দুল করিম হাসিব হাফিযাহুল্লাহ এই ঘোষণা জানান।
তিনি আরও জানান, দ্রুত পাসপোর্ট প্রক্রিয়া করার লক্ষ্যে অফিসে নতুন যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। অফিসটিতে বর্তমানে পাসপোর্ট ইস্যু করার সক্ষমতা দৈনিক ৫০ হাজারে পৌঁছেছে। এই সক্ষমতা আরও বাড়াতে কর্মকর্তাগণ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য যে, ইতোপূর্বে আবেদন দাখিলের পর পাসপোর্ট লাভ করতে নাগরিকদের বেশ সমস্যা পোহাতে হতো। ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতায় আসার পর পাসপোর্ট অফিসে নতুন সরঞ্জাম ক্রয় করা হয়েছে, জনবল সক্ষমতা বাড়ানো হয়েছে। কাবুলে পাসপোর্টের হোম ডেলিভারি সেবা চালু করা হয়েছে।
এছাড়া তালিবান শাসনামলে সরকারি দপ্তরসমূহে পূর্ববর্তী প্রশাসনের মত দুর্নীতি নেই বললেই চলে। ফলে পাসপোর্ট লাভ করতে নাগরিকদের সমস্যাগুলো অধিকাংশ ক্ষেত্রে সমাধান হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টগণ।
তথ্যসূত্র:
1. Passport Office Implements One-Day Processing for Applications
– https://tinyurl.com/2rzrn3h6
2. Kabul Residents Can Now Receive Passports at Home
– https://tinyurl.com/5n8b52n