
১০ মে, শনিবার আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর গোলাবর্ষণে অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনেরও বেশি।
এ তথ্য জানিয়েছেন পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের সরকারী মুখপাত্র মাজহার হুসেন শাহ। নিহতদের মধ্যে একটি ১০ বছরের কম বয়সী শিশুও রয়েছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত রাত থেকে ভারতীয় বাহিনীর হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম এখনও চলমান।
এদিকে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এক বিবৃতিতে ভারতের সামরিক কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, ভারতের অব্যাহত যুদ্ধাভিযানের ফলে পাকিস্তানের সামনে আত্মরক্ষার বাইরে আর কোনো পথ খোলা নেই।
রাষ্ট্রপতি আরও বলেন, সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আমরা বদ্ধপরিকর।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই সীমান্ত এলাকায় উত্তেজনা বেড়ে চলেছে, যার ফলে বেসামরিক লোকজনের প্রাণহানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে দুই দেশকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
তথ্যসূত্র:
1. 13 Killed, 50 Injured By Indian Shelling in AJK
– https://tinyurl.com/mtwaspfb
2. 13 civilians killed in Azad Kashmir in 12 hours, says disaster authority
– https://tinyurl.com/4ruhay3j