ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত

0
195

আন্তর্জাতিক মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুই দেশের পক্ষ থেকেই এ ঘোষণা এসেছে। বাংলাদেশ সময় ১০ মে বিকেল সাড়ে ৫টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, দুই দেশের সামরিক অপারেশনের প্রধানরা আলোচনায় বসে স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধে একমত হয়েছেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, সামরিক কর্মকর্তারা আগামী ১২ মে ফের আলোচনায় বসবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছে, ভারত ও পাকিস্তান একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিষয়ে আলোচনা করতে সম্মত হয়েছে।

যুদ্ধবিরতির এই ঘোষণা কাশ্মীরসহ দুই দেশের জনগণের মধ্যে স্বস্তির আবহ তৈরি করেছে। দীর্ঘ সংঘাতের পর সাধারণ মানুষ এখন শান্তিপূর্ণ পরিবেশের আশায় বুক বেঁধেছেন।

এদিন প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিও ভারত-পাকিস্তানের এই সমঝোতার খবর প্রকাশ করে। পরে বিষয়টি নিশ্চিত করে দুই দেশের কর্মকর্তারাও।

যুদ্ধবিরতি কার্যকরের পরপরই পাকিস্তান তাদের আকাশসীমা সব ধরনের ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণভাবে খুলে দিয়েছে বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ।


তথ্যসূত্র:
1. India and Pakistan agree ceasefire
– https://tinyurl.com/2pm4as6y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআ. লীগ নিষিদ্ধে অন্তবর্তীকালীন সরকারের সিদ্ধান্ত: ফ্যাসিবাদের আঁতুড়ঘর যখন কবরস্থান!
পরবর্তী নিবন্ধকুন্দুজ ও জাওযান প্রদেশে বিধবাদের সহায়তা সরবরাহের লক্ষ্যে ইমারতে ইসলামিয়ার চুক্তি স্বাক্ষর