
আফগানিস্তানের কুন্দুজ ও জাওযান প্রদেশে বিধবা নারীদের সহায়তার লক্ষ্যে হিউম্যানিটারিয়ান এইড সোসাইটি নামক সহযোগী সংস্থার সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়ার শহীদ ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পর্ক ও পরিকল্পনা বিভাগের প্রধান মোল্লা সাদুখান হকশেনাস হাফিযাহুল্লাহ উক্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন।
স্বাক্ষরিত চুক্তির মূল্য ২৫ হাজার ৫১২ মার্কিন ডলার। চুক্তিটির আওতায় বেকারি সরঞ্জামাদি ক্রয় করা হবে, যা ঘরোয়া ব্যবসা প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিধবাদের সরবরাহ করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চলের অধিকতর দুর্বল পরিবারগুলোতে সহায়তা পৌঁছে দিতে সংস্থাটির প্রধানের প্রতি অনুরোধ করেছেন মোল্লা সাদুকান হাফিযাহুল্লাহ। প্রদেশগুলোর শহীদ ও প্রতিবন্ধী বিভাগের সাথে সমন্বয়ের মাধ্যমে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করবে উক্ত সংস্থা।
তথ্যসূত্র:
1. MoU Signed to Aid Widows in Kunduz, Jawzjan Provinces
– https://tinyurl.com/2s38tyaf