পাকিস্তানে সেনা কনভয়ে টিটিপির অতর্কিত আক্রমণ: অন্তত ৮ সেনা নিহত সহ আরও ৪ সেনা আহত

0
183

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে হামলার উদ্দেশ্যে আসা দেশটির সামরিক বাহিনীর একটি কনভয়ে অতর্কিত আক্রমণ চালিয়েছেন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুজাহিদিনরা। এই হামলার ঘটনায় দেশটির সামরিক বাহিনীর অন্তত ১২ সেনা সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

সূত্রমতে, শুক্রবার ৯ মে, ২০২৫ তারিখ সকালে, উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী সীমান্তের খুশহালি নাতাসি এলাকায় পাকিস্তান সামরিক বাহিনী ও টিটিপির মধ্যে একটি তীব্র লড়াইয়ের ঘটনা ঘটেছে। পাকিস্তান সামরিক বাহিনীর একটি কনভয় যখন এই অঞ্চলে আক্রমণের উদ্দেশ্যে “জিদ ঘর” চেকপোস্ট থেকে অস্ত্র সরবরাহ করে ফিরছিলো, তখন টিটিপির মুজাহিদিনরা বড়ধরণের ক্ষতি এড়াতে কনভয়টি লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালান। এরপর উভয় বাহিনীর মধ্যে এই এলাকায় তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ফলে এদিন সকাল ১০:৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযান বিকাল ৪টা পর্যন্ত চলতে থাকে।

টিটিপির মুজাহিদিনরা এই দীর্ঘ সময় ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে লড়াই চালিয়ে যান। এসময় মুজাহিদদের তীব্র আক্রমণে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ৮ সৈন্য নিহত এবং আরও ৪ সৈন্য আহত হয়। একই সাথে পাকিস্তান সেনাবাহিনীর একটি সামরিক যানও ধ্বংস হয়ে যায়।

বিপরীতে এই সংঘর্ষের সময়, পাকিস্তান সামরিক বাহিনী নিজেদের জীবন বাঁচাতে বেসামরিক জনগণকে ঢাল হিসাবে ব্যবহার করে এবং এই অঞ্চলের বেসামরিক জনগণের উপর গুলি চালায়। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রবীণদের অনুরোধে পাকিস্তান সামরিক বাহিনীকে নিরাপদে এলাকা ত্যাগ করার অনুমতি দেয় টিটিপি।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/mt7537cd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুন্দুজ ও জাওযান প্রদেশে বিধবাদের সহায়তা সরবরাহের লক্ষ্যে ইমারতে ইসলামিয়ার চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধমেস আয়নাক তামা খনি প্রকল্পের কার্যক্রম এগিয়ে নিতে ইমারতে ইসলামিয়া’র বৈঠক আহ্বান