জম্মু সীমান্তে পাকিস্তানের গোলায় বিএসএফ জওয়ান নিহত, জখম আরও ৭

0
149

পাকিস্তানের গোলার আঘাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও সাত জওয়ান। ১০ মে, শনিবার জম্মু সীমান্তের কাছে আর এস পুরা সেক্টরে এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানিয়েছে, নিহত জওয়ানের নাম মোহাম্মদ ইমতিয়াজ। সাব-ইন্সপেক্টর পদমর্যাদার এই সদস্য নেতৃত্ব দেয়ার সময় মারা গেছে।। পাকিস্তানের গোলার আঘাতে ইমতিয়াজসহ আটজন আহত হয়েছিল। এরমধ্যে মারা যায় ইমতিয়াজ। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু ফ্রন্টিয়ার বিএসএফ এক্সে দেয়া পোস্টে বলেছে, ‘জম্মু জেলার আর এস পুরা এলাকায় আন্তর্জাতিক সীমান্তে আন্তঃসীমান্ত গুলিবর্ষণের সময় বিএসএফের সাব-ইন্সপেক্টর ইমতিয়াজ নিহত হয়েছে।’

এদিকে টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। বিষয়টি দুই দেশের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে। তবে ইমতিয়াজ যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার আগে নাকি পরে মারা গেছে সেটি স্পষ্ট করে জানায়নি বিএসএফ।

এদিকে যুদ্ধবিরতির পরও ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ড্রোন দেখা গেছে গুজরাট রাজ্যের কচ্ছ জেলায়। ক্ষয়ক্ষতির শঙ্কায় ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে এসব অঞ্চলে। এ ছাড়া নিয়ন্ত্রণ রেখা বরাবর কমপক্ষে পাঁচটি স্থান থেকে আন্তঃসীমান্ত গোলাগুলির খবর পাওয়া গেছে।


1. 13 Killed, 50 Injured By Indian Shelling in AJK
– https://tinyurl.com/ymc7fxzz
2. BSF officer killed in Pakistani shelling in Jammu R S Pura Sector, several others injured dgtl
– https://tinyurl.com/rpmnxmn5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমেস আয়নাক তামা খনি প্রকল্পের কার্যক্রম এগিয়ে নিতে ইমারতে ইসলামিয়া’র বৈঠক আহ্বান
পরবর্তী নিবন্ধঅবরোধের মধ্যেই বর্বর ইসরায়েলি হামলায় গাজায় শিশুসহ নিহত ২১