মেস আয়নাক তামা খনি প্রকল্পের কার্যক্রম এগিয়ে নিতে ইমারতে ইসলামিয়া’র বৈঠক আহ্বান

0
75

গত ১০ মে মেস আয়নাক তামা খনি নির্মাণ প্রকল্পের ঠিকাদার প্রতিনিধিকে কাবুলে এক বৈঠকে আহ্বান করেছেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার হাফিযাহুল্লাহ। বৈঠকে প্রকল্পের মূল নির্মাণ কাজ দ্রুত আরম্ভ এবং বিলম্বের কারণসমূহ সমাধান করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তিনি আহ্বান জানান।

এই সময় তিনি মেস আয়নাক প্রকল্পকে আফগানিস্তানের অন্যতম প্রধান অর্থনৈতিক প্রকল্প হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রকল্পের কাজ এগিয়ে নিতে ঠিকাদারি সংস্থাকে প্রয়োজনীয় সকল সুবিধা প্রদান করেছে ইমারতে ইসলামিয়া সরকার।

অপরদিকে প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য ইমারতে ইসলামিয়ার প্রশংসা করেছেন চীনা প্রতিষ্ঠান এমসিসি’র মহাপরিচালক। তিনি অবগত করেন যে, মেস আয়নাক প্রকল্প বাস্তবায়নের পথে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইমারতে ইসলামিয়ার পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পের পরবর্তী ধাপে অগ্রসর হতে প্রস্তুতি তুলে ধরেছেন সংশ্লিষ্ট প্রতিনিধি।

উল্লেখ্য যে, লোগার প্রদেশে অবস্থিত আয়নাক তামা খনিতে পৃথিবীর ২য় সর্বোচ্চ তামার মজুদ রয়েছে বলে বিবেচনা করা হয়, যা থেকে আফগানিস্তানের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব উপার্জন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উক্ত খনি থেকে তামা উত্তোলনের জন্য পূর্ববর্তী প্রশাসনের আমলেই ৩০ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু নিরাপত্তা সমস্যা এবং অঞ্চলটিতে প্রাচীন ধ্বংসাবশেষের দীর্ঘায়ত খননের কারণে প্রকল্পের কাজ বিলম্বিত হয়েছিল। পরবর্তীতে ইমারতে ইসলামিয়ার শাসনামলে প্রকল্পের কার্যক্রম এগিয়ে নিতে পুনরায় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


তথ্যসূত্র:
1. Baradar meets Mes Aynak project director, urges quick construction start
– https://tinyurl.com/2m6sm728

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে সেনা কনভয়ে টিটিপির অতর্কিত আক্রমণ: অন্তত ৮ সেনা নিহত সহ আরও ৪ সেনা আহত
পরবর্তী নিবন্ধজম্মু সীমান্তে পাকিস্তানের গোলায় বিএসএফ জওয়ান নিহত, জখম আরও ৭