ইমারতে ইসলামিয়া’র আইনি কাঠামো সম্পূর্ণ ইসলামি শরিয়াহ ভিত্তিক: আন্তর্জাতিক সম্মেলনে তালিবান আইনমন্ত্রী

1
139

ইমারতে ইসলামিয়ার সকল আইন ও বিচার প্রক্রিয়া ইসলামি শরিয়াহ ভিত্তিক, যা সকল নাগরিকের অধিকার নিশ্চিত করছে। সম্প্রতি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক আইনি ফোরামের ১৩তম অধিবেশনে বক্তব্য প্রদানের সময় এই কথা বলেন ইমারতে ইসলামিয়ার আইনমন্ত্রী মৌলভী আব্দুল হাকিম হাফিযাহুল্লাহ।

আন্তর্জাতিক এই সমাবেশে ইসলামি শরিয়াহ’র পবিত্রতা, অপরিহার্যতা এবং এর প্রতি ইমারতে ইসলামিয়ার গভীর শ্রদ্ধাবোধের প্রসঙ্গ তুলে ধরেন মৌলভী আব্দুল হাকিম হাফিযাহুল্লাহ। তিনি মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামি শরিয়াহ’র গুরুত্ব তুলে ধরেন, এই শরিয়াহ ব্যবস্থাকে সম্মান জানানো সকলের জন্য বাধ্যতামূলক বলে জোরালোভাবে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ইসলামের মূলনীতির আলোকে যেকোনো দেশ বা সংস্থার সাথে আইনি সমন্বয়ে ইমারতে ইসলামিয়া প্রস্তুত রয়েছে। তিনি আফগানিস্তানের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও ইমারতে ইসলামিয়ার স্বাধীনতা স্বীকার করতে সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য যে, রাশিয়ান ফেডারেশন আয়োজিত ৩ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন বিগত ১৯মে আরম্ভ হয়। এতে ৮০টিরও বেশি দেশের দেশের আইনমন্ত্রী, আইন বিষয়ক কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞমণ্ডলী উপস্থিত ছিলেন এবং স্ব স্ব আলোচনা উপস্থাপন করেছেন।


তথ্যসূত্র:
1. IEA’s legal system is wholly based on Sharia law, aiming to protect everyone’s rights
– https://tinyurl.com/8wk6rnc5

১টি মন্তব্য

Leave a Reply to minhaj প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় লাগামহীন ইসরায়েলি বর্বরতা, শহীদ ৫৩ হাজার ৫৭৩
পরবর্তী নিবন্ধগাজায় আগ্রাসন চালাতে গিয়ে আরো এক দখলদার সেনা নিহত