
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে ২১ মে, বুধবার রাতে একটি অনুষ্ঠান চলাকালে গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা নিহত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ২২ মে বৃহস্পতিবার বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওয়াশিংটন ডিসির তৃতীয় ও এফ স্ট্রিট এলাকায় ইসরায়েলি দূতাবাসের একজন পুরুষ ও একজন নারী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল জাদুঘরের কাছেই অবস্থিত। এ এলাকায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) ও মার্কিন অ্যাটর্নির অফিস রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা উভয়েই যুক্তরাষ্ট্রে ইসরায়েলি কূটনৈতিক মিশনের সঙ্গে যুক্ত ছিল। ইসরায়েলি দূতাবাস কেবলমাত্র এ ঘটনার সত্যতা স্বীকার করলেও দূতাবাস বা রাষ্ট্রদূতের উপস্থিতি বিষয়ে কিছু জানায়নি।
ওয়াশিংটন পুলিশের প্রধান পামেলা স্মিথ জানায়, অনুষ্ঠান শুরুর আগে জাদুঘরের বাইরে এক ব্যক্তি হাঁটাহাঁটি করছিলেন। সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তিকে পরে আটক করা হয়েছে। তাকে আটক করার পর তিনি ‘ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন’ (ফিলিস্তিন মুক্ত করো, ফিলিস্তিন মুক্ত করো) বলে স্লোগান দেন।
ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন বলেছে, নিহত দুই কর্মকর্তাকে ‘খুব কাছ থেকে গুলি’ করা হয়েছে। তারা দুজনই একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নিচ্ছিল। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম নিশ্চিত করেছে, গুলিতে নিহত ব্যক্তিরা ইসরায়েলি দূতাবাসের কর্মকর্তা।
তথ্যসূত্র:
1. Suspect detained after Israeli embassy staff shot dead in US
– https://tinyurl.com/3vmeksrb
2. 2 Israeli Embassy staff members killed outside Jewish museum in Washington, DC
– https://tinyurl.com/u734jc2y