রাজধানী মোগাদিশুর উপকন্ঠে আশ-শাবাবের তীব্র পাল্টা আক্রমণ: হতাহত অন্তত ৫৪ উগান্ডান ক্রুসেডার

0
88

আল-কায়েদা পূর্ব আফ্রিকা ভিত্তিক প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের সামরিক নেতৃত্ব এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, রাজধানী মোগাদিশুর উপকন্ঠে একটি ব্যর্থ আক্রমণ চালাতে এসে উগান্ডান বাহিনী মুজাহিদদের পাল্টা আক্রমণে তাদের ২০ সৈন্যকে হারিয়েছে এবং আরও ৩৪ এরও বেশি সৈন্য আহত হয়েছে।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর দক্ষিণ-পশ্চিম আফগুয়ে শহরের উপকণ্ঠে শত্রু বাহিনীর একটি আক্রমণ প্রতিহত করেছেন আশ-শাবাব মুজাহিদিনরা। গত ১লা আগস্ট শুক্রবার সকালে শহরের উপকণ্ঠে বারির এলাকায় মার্কিন ও তুর্কি বিমান বাহিনীর সহায়তায় উগান্ডান বাহিনী উক্ত আক্রমণটি শুরু করে। এসময় ক্রুসেডার জোট বাহিনী শরিয়াহ্ শাসিত বারির শহরে বেসামরিক বাড়িঘর লক্ষ্য করে নৃশংস বোমাবর্ষণ করে, শহরের বেশিরভাগ অংশ ধ্বংস করে দেয়, তারপর তারা এলাকাটি দখলের চেষ্টায় স্থল আক্রমণ শুরু করে।

এসময় মুসলিমদের জন্য প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করা শাবাব মুজাহিদিনরা ক্রুসেডার বাহিনীর বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হন। মার্কিন যুক্তরাষ্ট্র ও তুর্কি বাহিনীর বিমান হামলার মধ্যেই মুজাহিদিনরা ভারী অস্ত্র শস্ত্র নিয়ে ক্রুসেডার বাহিনীর আগ্রাসন মোকাবেলায় তীব্র পাল্টা আক্রমণ চালাতে শুরু করেন, যা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে। দীর্ঘ এই লড়াইয়ের পর মুজাহিদিনরা আল্লাহ তাআ’লার সাহায্যে ক্রুসেডারদের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হন।

তীব্র এই সংঘর্ষের সময় মুজাহিদদের হাতে ক্রুসেডার বাহিনীর অন্তত ২০ সৈন্য নিহত এবং আরও ৩৪ সৈন্য আহত হয়। সেই সাথে মুজাহিদিনরা ক্রুসেডার বাহিনীর ৫টি সাঁজোয়া যান ও অসংখ্য সামরিক সরঞ্জাম ধ্বংস করতে সক্ষম হন। বিপুল এই ক্ষয়ক্ষতির ফলে ক্রুসেডার বাহিনী পিছু হটতে বাধ্য হয়।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/4vxdck6h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলের মানবতা বিধ্বংসী আগ্রাসন: ত্রান নিতে গিয়ে আরও ৫৩ ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধকৃষিকে অগ্রাধিকার দিচ্ছে ইমারতে ইসলামিয়া সরকার: মোল্লা আব্দুল গণি বারাদার