গাজায় পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল

0
17

ফিলিস্তিনের গাজায় মানবিক সাহায্য বন্ধ করে ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল সেখানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও গণহত্যা চালাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)।

১ আগস্ট, শুক্রবার সংস্থাটির গাজা প্রকল্প সমন্বয়কারী ক্যারোলিন উইলেমেন আল জাজিরাকে বলেন, গাজায় খাদ্য চরমভাবে সংকটাপন্ন। সাম্প্রতিক দিনগুলোতে কিছু সহায়তা প্রবেশ করলেও তা মোটেই পর্যাপ্ত নয়। প্রতিদিন মানুষ খাদ্যের জন্য জীবন ঝুঁকিতে ফেলছে। ক্ষুধায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

নুসাইরাত শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ইব্রাহিম মেক্কি বলেন, “পাস্তা পাওয়ার জন্য আমি ৬ ঘণ্টা অপেক্ষা করেছি। গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকি ছিল। এটা যেন একটা ফাঁদ—কিছুটা এগোতে দেয়, তারপর গুলি চালায়।”

UNRWA প্রধান ফিলিপ লাজারিনি জানায়, “এত ব্যয়বহুল ও অকার্যকর এয়ারড্রপ যদি সম্ভব হয়, তাহলে সড়কপথে ত্রাণ প্রবেশেও রাজনৈতিক সদিচ্ছা থাকা উচিত।” তবে দখলদার ইসরায়েল এই পরামর্শে কর্ণপাত না করে উল্টো মানবিক সহায়তার নামে কৌশলী হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল সমর্থিত GHF নামক ত্রাণ সংস্থা গাজায় কার্যত এক ভয়াবহ ষড়যন্ত্রে পরিণত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, মে মাস থেকে এ পর্যন্ত অন্তত ১৩৭৩ জন ত্রাণ প্রত্যাশীকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৮৫৯ জন নিহত হন GHF-এর সাইটে, এবং ৫১৪ জন খাবার বহনকারী কনভয়ের পথে গুলিবিদ্ধ হন। অধিকাংশ ক্ষেত্রে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এসব হতাহতের ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ১ আগস্ট, শুক্রবার আরও দুই শিশুসহ মোট তিনজন অনাহার ও অপুষ্টিতে মারা গেছে। এতে করে অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬২ জনে, যার মধ্যে ৯২ জনই শিশু।


তথ্যসূত্র:
1. Israel ‘engineering massacres’ as more Palestinians starve to death in Gaza
– https://tinyurl.com/4cmc7e5m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজুয়ার আসর থেকে আ.লীগ ও বিএনপির ০৪ নেতা আটক
পরবর্তী নিবন্ধদেশে নাশকতা সৃষ্টিতে আওয়ামী সন্ত্রাসীদের ট্রেইনিং দেওয়ায় মেজর সাদিকের সম্পৃক্ততা পাওয়া গেছে: আইএসপিআর