
পুলিশের সাবেক (আইজিপি) পলাতক বেনজীরের ‘ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ)’ ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম এবং ভর্তির ন্যূনতম যোগ্যতা না থাকা সত্ত্বেও ডিগ্রি প্রদান করায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।
সিন্ডিকেট সদস্যদের সূত্রে জানা গেছে, সর্বশেষ সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়, বেনজীর আহমেদ ভর্তি ফরমে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। উদাহরণস্বরূপ, ফরমটি নীল কালি দিয়ে পূরণ করা হলেও শিক্ষাগত যোগ্যতার অংশটি লেখা হয়েছে কালো কালি দিয়ে। এমনকি তদন্ত কমিটির মতে, সে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয়ের ডিবিএ নিয়ম অনুযায়ী, কোনো আবেদনকারীকে অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর অর্জন করতে হয়। কিন্তু তদন্তে দেখা গেছে, বেনজীর আহমেদ এই ন্যূনতম মানদণ্ড পূরণ করেননি।
উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ডিবিএ ডিগ্রি গ্রহণের পর থেকে বেনজীর আহমেদ নিজেকে ‘ডক্টর’ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। ডিগ্রি অর্জনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টি তদন্তে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তথ্যসূত্র:
১. বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাকা বিশ্ববিদ্যালয়
– https://tinyurl.com/mspa382z


