জুলাই অভুত্থানে গুলিবিদ্ধ গার্মেন্টস শ্রমিক আনারুলের শরীরে ১০টি গুলি; এক বছরেও পাশে দাঁড়ায়নি কেউ

0
15

বিবেকের তাড়নায় রাস্তায় নেমেছিলেন গাজীপুরে কর্মরত গার্মেন্টশ্রমিক আনারুল ইসলাম। প্রতিবাদের মিছিলে গিয়েছিলেন একটি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন বুকে নিয়ে। কিন্তু সেই স্বপ্ন আজ গুলিবিদ্ধ। আক্ষরিক অর্থেই তার শরীরে এখনো রয়ে গেছে অন্তত ১০টি রাবার বুলেট। এক বছর ধরে সেসব গুলি বয়ে বেড়াচ্ছেন তিনি দুঃসহ এক মানবেতর জীবনের ভার কাঁধে নিয়ে। কিন্তু তার পাশে দাঁড়ায়নি কেউ—না রাষ্ট্র, না রাজনৈতিক কোনো নেতা, না মানবতা।

দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা আনারুল ইসলাম পেশায় ছিলেন গাজীপুরের চান্দুরা এলাকার একটি গার্মেন্টের শ্রমিক। সংসারে স্ত্রী ও একমাত্র সন্তানই ছিল তার জীবনের সবটুকু। ২০২৪ সালের ৫ আগস্ট গাজীপুরের চান্দুরা চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত একটি স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার মিছিলে অংশ নেন তিনি। হঠাৎ মিছিলে পুলিশের গুলিবর্ষণ। এতে গুলিবিদ্ধ হন আনারুল।

প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও সেখান থেকে কোনো চিকিৎসা নথি বা প্রতিবেদন তাকে দেওয়া হয়নি। পরে ফিরে আসেন নিজ এলাকায়। দিনাজপুর মেডিকেল কলেজ, খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ একাধিক জায়গায় চিকিৎসা করিয়েছেন; কিন্তু অপারেশনের মতো উন্নত চিকিৎসা অর্থের অভাবে হয়ে ওঠেনি। আজও তার মাথা ও পিঠে রয়ে গেছে সেই বুলেটের অস্তিত্ব। জীবন-জীবিকা সব থেমে গেছে। স্বাভাবিক চলাফেরাও আর সম্ভব নয়। মানসিকভাবে ভেঙে পড়েছেন এই শ্রমিক। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এখন নিজের সংসারেই বোঝা।

আনারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এতজনের মৃত্যুর মিছিল দেখে আমিও আর বসে থাকতে পারিনি। বিবেকের তাগিদে মিছিলে অংশ নিয়েছি। সেই মিছিলে অংশ নিয়ে আমার শরীরে এখনো ১০টি গুলি। হাত-পা ঠিকমতো কাজ করে না। কোনো কাজ করতে পারি না। দুঃখের বিষয়, কেউ খোঁজ নেয় না, কেউ পাশে দাঁড়ায় না। স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছি, ভাগ্যে কী আছে জানি না।’


তথ্যসূত্র:
১. এক বছরেও গুলিবিদ্ধ আনারুলের পাশে দাঁড়ায়নি কেউ
– https://tinyurl.com/bde3ycmy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় দখলদার বাহিনীর সামরিক যান বহরে মুজাহিদদের ভয়াবহ প্রতিরোধ হামলা
পরবর্তী নিবন্ধটানা বৃষ্টি ও উজানের পানিতে তলিয়ে গেছে সাতক্ষীরার তালা উপজেলা; পানিবন্দী হাজার মানুষ