
যশোরের কেশবপুর উপজেলার আলাদিপুর এলাকার উজান থেকে আসা পানি সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে প্রবেশ করে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি করেছে। এতে শিরাশুনি গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ভুগছেন বিশুদ্ধ পানির সংকটে, বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি। কর্মহীন হয়ে পড়েছেন শত শত পরিবার।
স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন, কয়েক দিনের টানা বৃষ্টির সঙ্গে উজান থেকে নেমে আসা পানির চাপ এই জলাবদ্ধতার মূল কারণ। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষিজমি, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানও। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
শিরাশুনি গ্রামের গুলশানা আরা খাতুন গণমাধ্যমকে জানিয়েছে, উজানের পানি আর বৃষ্টিতে হঠাৎ করেই ডুবে গিয়েছে গ্রাম। রান্না করা, চলাফেরা, বাচ্চাদের লেখাপড়া— সবই থেমে গেছে।
তথ্যসূত্র:
১. বৃষ্টি ও উজানের পানিতে ডুবল সাতক্ষীরার তালা, পানিবন্দি ৫ হাজার মানুষ
– https://tinyurl.com/5t538jxn


