
যশোরের মনিরামপুরে যুবদলের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মনিরামপুর পৌর শহরের গরুর হাটখোলা মোড়ে বৃহস্পতিবার (৩১জুলাই) রাতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছে একটি খেলনা পিস্তল ও একটি ধারালো চাকু পাওয়া যায়। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা হোটেলে বসে যশোর-চুকনগর মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। শুক্রবার (০১ আগস্ট) বিকেলে আদালতে পাঠালে বিচারক এদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভার গাংড়া এলাকার আলম খান (৪৮), দুর্গাপুরের শামীমুর রহমান টুটুল (৪৩), উপজেলার কদমবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম (৫০) ও খেদাপাড়ার আবু সিনহা (৪৫)। এরা চারজনই যুবদলের সক্রিয় কর্মী বলে জানিয়েছে মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
তথ্যসূত্র:
১. ডাকাতির প্রস্তুতিকালে মনিরামপুরে যুবদলের চার কর্মী গ্রেপ্তার
– https://tinyurl.com/bdes4cra


