গাজায় কমপক্ষে ১০০ ফিলিস্তিনি শিশুর মাথায় অথবা বুকে গুলি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী

0
63

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল দীর্ঘ ১০ মাস ধরে অবরুদ্ধ গাজায় তাদের বর্বর হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসনের ভয়াল চিত্র উঠে এসেছে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে, যেখানে শিশুদের সরাসরি টার্গেট করে গুলিবর্ষণের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। শিশুরা কোথাও নিরাপদ নয়—না খাদ্য সহায়তার লাইনে, না মানবিক “সেইফ করিডর”-এ, এমনকি নিজ ক্যাম্পের সামনেও নয়। ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্রটির হিংস্রতা যেন মানবতা ও শিশুত্বের সব সীমা অতিক্রম করেছে।

বিবিসির এক প্রতিবেদন বলছে, অক্টোবর ২০২৩ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত গাজায় অন্তত ১৬৮ জন ফিলিস্তিনি শিশুকে গুলি করা হয়েছে, যাদের মধ্যে ৯৫ জনকে গুলি করা হয়েছে মাথা ও বুকে—যা নিশ্চিত মৃত্যুর লক্ষ্যে চালানো হয়। এর মধ্যে দুই-তৃতীয়াংশ ছিল ১২ বছরের কম বয়সী নিষ্পাপ শিশু।

এই প্রতিবেদন তৈরি করতে শত শত ভিডিও, মেডিকেল স্ক্যান, চাক্ষুষ সাক্ষ্য, মানবাধিকার সংস্থার রিপোর্ট ও ফিল্ড জার্নাল বিশ্লেষণ করতে হয়েছে।

দখলদার ইসরায়েলি বাহিনী নিজেদের ঘোষিত “সেইফ জোন” এবং “মানবিক করিডোর” গুলোকেও পরিণত করেছে রক্তাক্ত মৃত্যু উপত্যকায়। শিশুদের কেউ কেউ নিহত হয়েছে খাবারের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায়, আবার কেউ নিজের ত্রাণ তাঁবুর সামনে খেলছিল—ঠিক সেই সময়েই পেছন থেকে গুলি করে হত্যা করে ইহুদিবাদী স্নাইপাররা।

জাতিসংঘের শিশু সংস্থা জানায়, সন্ত্রাসী ইসরায়েল প্রতিদিন গড়ে একটি শ্রেণিকক্ষের সমপরিমাণ শিশু হত্যা করছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অন্তত ৫০,০০০ শিশু ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে নিহত বা আহত হয়েছে।

এমনকি দখলদার ইসরায়েলি সেনারাই স্বীকার করেছে, তারা ফিলিস্তিনি শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে, যাতে তারা বিস্ফোরক বা পাতা ফাঁদ শনাক্ত করতে পারে

এই প্রতিবেদন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, গাজার নিষ্পাপ শিশুদের উপর কী ভয়াবহ নিপীড়ন চালাচ্ছে ইহুদিবাদী দখলদার ইসরায়েল। এমনকি সন্ত্রাসী ইসরায়েল নিজেরা “সেইফ জোন” বলে দাবি করেও, সেখানেও শিশুদের গুলি করা হয়েছে। এই ধরনের হামলা শুধু একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং এটা মানবতার বিরুদ্ধেই আগ্রাসন।


তথ্যসূত্র:
1.Israeli forces in Gaza shot at least 100 Palestinian children in head or chest: report
– https://tinyurl.com/2s4kfu2d
2.Two girls shot in Gaza – BBC pieces together what happened and looks at dozens more child shootings
– https://tinyurl.com/3xdzxdef

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে আল-কায়েদা নেতাদের খোঁজে মার্কিন যুক্তরাষ্ট্র: সন্ধান পেতে ২৯ মিলিয়ন ডলারের প্রলোভন
পরবর্তী নিবন্ধজুলাই মাসে পাকিস্তান জুড়ে ইত্তেহাদুল মুজাহিদিনের ৭৯টি অভিযান: হতাহত ১০৩ শত্রু সেনা