
সম্প্রতি ভারতের আসামের বিভিন্ন এলাকায় হিন্দুত্ববাদী বিজেপি সরকার উচ্ছেদ অভিযান চালিয়েছে। এর ফলে শত শত মুসলিম পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। জোরপূর্বক উচ্ছেদের কারণে অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। নারী ও শিশুসহ অসংখ্য মানুষ জানেন না কোথায় যাবে, কোথায় থাকবে, কী খাবে।
গত ২ আগস্ট ‘হিন্দুত্ব ওয়াচ’ এ সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছে, ভিডিওতে দেখা যায় আসামের ধুবরির বিলাসিপাড়ায় উচ্ছেদ অভিযানে ভুক্তভোগী মজলুম মুসলিম পরিবারগুলো ক্রন্দনরত অবস্থায় মহান আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ করছে।
ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:
তথ্যসূত্র:
1. Bengali-origin Muslim residents evicted during the Bilasipara eviction drive in Dhubri broke down in tears
– https://tinyurl.com/3dyph3fr


