বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি; বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

0
28

তিস্তা নদীর পানি সমতলে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার বিকেল ৩টায় সমতলে তিস্তা নদীর পানি ৫২.২০ মিটার রেকর্ড করা হয়েছে। গত ৬ ঘণ্টায় পানি সমতলে বৃদ্ধি পেয়েছে ৫ সেন্টিমিটার। আজ রাত ১২টা পর্যন্ত তিস্তা নদীর পানি সমতলে বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, এরপর কিছুটা কমতে পারে।

এছাড়া এই অববাহিকায় আগামী দুই দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পুনরায় সমতলে পানি বৃদ্ধি পেতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।


তথ্যসূত্র:
১. বিপৎসীমার ৫ সেমি ওপরে তিস্তার পানি, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
– https://tinyurl.com/2ajcdwn6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঘরবাড়ি হারিয়ে অসহায় আসামের মজলুম মুসলিমরা
পরবর্তী নিবন্ধকুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ; গ্রেফতার ০৫