
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্মীয় সভার নামে বরাদ্দকৃত পাঁচ হাজার ৮২৩ টন সরকারি চাল আত্মসাতের মামলায় দুদক চূড়ান্ত চার্জশিট দাখিল করেছে। ২০১৬-১৭ অর্থবছরে দুই হাজার ২৫৩টি ভুয়া ধর্মীয় অনুষ্ঠানের অজুহাতে চাল বরাদ্দ নেওয়ার পর তৎকালীন সংসদ সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে এ চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। পাঁচ বছরের তদন্তে ২৫ অভিযুক্তের মধ্যে ১০ জন অব্যাহতি পেলেও আজাদসহ ১৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।
অভিযুক্তদের তালিকায় আজাদের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি উম্মে কুলসুল স্মৃতি, ৭ ইউপি চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, খাদ্য নিয়ন্ত্রক আব্দুল আহাদ ও গুদাম কর্মকর্তারা রয়েছে।
২০২১ সালের ২৬ আগস্ট দুদকের রংপুর শাখার মামলার ভিত্তিতে এ তদন্ত শুরু হয়। তদন্তকারী কর্মকর্তা মো. আলী আকবর আজিজ প্রমাণ পেয়েছেন যে, আজাদের নির্দেশে স্থানীয় নেতারা জাল দলিল তৈরি করে চাল বরাদ্দ নেয় এবং পরে তা আত্মসাৎ করে। তদন্তে প্রভাবশালী চাপের অভিযোগ থাকলেও দুদক দাবি করে, শুধু প্রমাণের ভিত্তিতেই চার্জশিটে রদবদল করা হয়েছে।
তথ্যসূত্র:
১. ২২ কোটি টাকার চাল আত্মসাৎ
– https://tinyurl.com/7hrdn7j7


