খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণে অফিসে বসেই ঘুষ নিচ্ছে কর্মকর্তা

0
56

খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে দুইজনকে সাময়িক বরখাস্ত করেছে জেলা খাদ্য অফিস। বরখাস্তকৃতরা হল—উপজেলা খাদ্য পরিদর্শক রুমানা আক্তার ও নিরাপত্তা প্রহরী সুফিয়া বেগম। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ অফিস চত্বরে বসেই নতুন কার্ডের জন্য জনপ্রতি ৫০০ টাকা এবং পুরোনো বা ছেঁড়া কার্ডের জন্য ২০০ টাকা করে নেওয়া হয়। অথচ সরকারের নির্দেশনা অনুযায়ী, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ হওয়ার কথা।

গত ২৭ জুলাই সকাল থেকেই গফরগাঁও উপজেলা খাদ্য অফিসের সামনে শত শত মানুষ জড়ো হন কার্ড নিতে। উপজেলার ১৫টি ইউনিয়নের ৪১ জন ডিলারের মাধ্যমে মোট ২৬ হাজার ২৭টি কার্ডের বিপরীতে চাল বিতরণ করা হয়।

ভুক্তভোগীদের ভাষ্য, নতুন কিংবা পুরোনো—যে কার্ডই হোক, অফিসের ভেতরে টাকা না দিলে কার্ড মিলছিল না। অফিসের ভেতরে বসেই টাকা নিয়েছে রুমানা আক্তার ও প্রহরী সুফিয়া বেগম। কার্ডের বিনিময়ে প্রতি উপকারভোগী মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পেয়ে থাকেন।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, এই অনিয়মে ৪১ জন ডিলার ও খাদ্য অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিরা মিলে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গফরগাঁও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ফারুক পাশের রুমে থাকলেও সবকিছু জেনেও না জানার অভিনয় করে খাদ্য নিয়ন্ত্রক।


তথ্যসূত্র:
১. চাল পেতে কার্ডে ঘুষ, বরখাস্ত ২
-https://tinyurl.com/32k9yyrz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধধর্মীয় সভার নামে ২২ কোটি টাকার সরকারি চাল আত্মসাতের অভিযোগ আওয়ামী এমপির বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধখাবারের অভাবে গাজায় প্রতিদিন মারা যাচ্ছে ২৮ জন শিশু