
পাকিস্তানে আফগান অভিবাসীদের জন্য ইস্যুকৃত পিওআর (প্রুফ অব রেজিস্ট্রেশন) কার্ড বাতিল করায় নতুন করে সংকটে পড়েছেন হাজার হাজার আফগান নাগরিক। সাম্প্রতিক গ্রেপ্তার ও জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। এতে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান এবং পাকিস্তান সরকারের মধ্যে আলোচনার দাবি জোরালো হচ্ছে।
পাকিস্তানে অবস্থানরত আফগান অভিবাসী শাবানা নামে একজন বলেন, ‘আশা ছিল যে পিওআর কার্ডধারীদের অন্তত ছয় মাসের অতিরিক্ত সময় দেওয়া হবে, কিন্তু পাকিস্তানের একতরফা সিদ্ধান্তে এখন অভিবাসীদের ওপর দমন-পীড়ন চলছে।’
আরেক আফগান অভিবাসী আতিউল্লাহ মনসুর জানান, ‘পাকিস্তান সরকার তাদের পূর্বের সিদ্ধান্ত বদলে ইমারতে ইসলামিয়ার সাথে সমন্বয় করে আফগান অভিবাসীদের প্রত্যাবাসনের জন্য একটি কাঠামোবদ্ধ ও ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা তৈরি শুরু করছে।’
এদিকে ইমারতে ইসলামিয়ার ইসলামাবাদস্থ দূতাবাস এক বিবৃতিতে জানায়, গত তিন দিনে অন্তত ৮০০ আফগান নাগরিককে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ থেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৮০ জনের বৈধ শরণার্থী পরিচয়পত্র থাকলেও তাদের জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে।
আফগান দূতাবাসের অভিবাসন বিষয়ক প্রধান জানান, ‘এই সিদ্ধান্ত আফগান সরকার, জাতিসংঘ বা ইউএনএইচসিআর-এর সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই একতরফাভাবে নেওয়া হয়েছে।’
দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়, ‘আমাদের দপ্তরের তথ্য অনুযায়ী, পাকিস্তানি বাহিনী ৮০০ জন আফগান অভিবাসীকে আটক করেছে, যাদের মধ্যে ৩৮০ জনের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের ফেরত পাঠানো হয়েছে।’
অভিবাসী অধিকারকর্মী মুহাম্মদ খান মুহাম্মদজাই বলেন, ‘এমন পরিস্থিতিতে বর্তমান আফগান সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব হচ্ছে যাদের বৈধ কাগজপত্র রয়েছে, বিশেষ করে তাদের অধিকার রক্ষা করা।’
এর আগে আফগান শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের একজন উপমন্ত্রী বলেছিলেন, ‘প্রতিবেশী দেশগুলো থেকে আফগান অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠানো আন্তর্জাতিক ও ইসলামি উভয় আইনেই লঙ্ঘন। তাই অভিবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় স্বাগতিক দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত।’
তথ্যসূত্র:
1. PoR Card Revocation Triggers New Migrant Crisis in Pakistan
– https://tinyurl.com/yearpyur


