
ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী দখলদার ইসরায়েলের নির্মম অবরোধ ও হামলার কবলে পড়ে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। এরই মধ্যে গত ৬ আগস্ট, বুধবার ভোরে একটি খাদ্য সহায়তা ট্রাক উল্টে গিয়ে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।
গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ট্রাকটিকে একটি পূর্বে বোমাবর্ষণকৃত ও অরক্ষিত রাস্তায় যেতে বাধ্য করায় এ হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের “পরিকল্পিত দুর্ভিক্ষ ও অরাজকতা” সৃষ্টির নীতি এর অংশ হিসেবে অভিহিত করেছে।
গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী খাদ্যবাহী ট্রাকটিকে একটি বিপজ্জনক ও ধ্বংসপ্রাপ্ত রাস্তায় যেতে বাধ্য করে, যেখানে আগে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছিল। রাস্তাটি মেরামত বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ব্যবহারে বাধ্য করা হয়, যা সরাসরি বেসামরিক নাগরিকদের জীবনকে ঝুঁকিতে ফেলে। ক্ষুধার্ত ফিলিস্তিনিরা যখন ট্রাকের আশেপাশে জড়ো হয়েছিলেন, তখনই এটি উল্টে পড়ে এবং বহু মানুষ চাপা পড়ে নিহত হন।
এই ঘটনাকে গাজার মিডিয়া অফিস ইসরায়েলের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের দুর্ভিক্ষ ও ধ্বংসের দিকে ঠেলে দেওয়া বলে উল্লেখ করে। তাদের মতে, ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি করে, ট্রাকগুলোকে অরক্ষিত ও ভিড়যুক্ত এলাকায় পাঠায়, যার ফলে প্রায়ই সহায়তা লুটপাটের শিকার হয় এবং বেসামরিক মানুষের জীবনহানি ঘটে।
গাজায় ইসরায়েলের দখলদারিত্ব ও অবরোধ কেবল একটি ভূখণ্ডের ওপরই নয়, বরং একটি সম্পূর্ণ জাতিকে ধ্বংস করার নীলনকশা। খাদ্য, পানি ও ওষুধের মতো মৌলিক চাহিদাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের অস্তিত্বই মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও পশ্চিমা মদদ এই নৃশংসতাকে আরও উস্কে দিচ্ছে।
তথ্যসূত্র:
1. 20 killed as aid truck overturns in central Gaza
– https://tinyurl.com/3kv6c35v


