
ইমারতে ইসলামিয়ার বিশেষ পুলিশ বাহিনী’র সকল কর্মকর্তা ও কর্মীদের দায়িত্ব পালনকালীন সময়ে সুনির্দিষ্ট পোশাক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ পুলিশ বাহিনী’র জেনারেল কমান্ডের নেতৃত্বে সর্বশেষ বৈঠকে সম্প্রতি এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব পরিষদের নির্দেশনা অনুযায়ী বিশেষ বাহিনীর সদস্যদের এখন থেকে এই নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে। উক্ত উদ্যোগের ফলে বিশেষ বাহিনীর সদস্যদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও পেশাদারিত্ব আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিশেষ পুলিশ ইউনিটের মুজাহিদগণ ঈমানী ও সামরিক প্রস্তুতি নিয়ে দিনরাত জনগণের নিরাপত্তা সেবায় নিয়োজিত রয়েছেন। নতুন ইউনিফর্ম পরিহিত বিশেষ পুলিশ ইউনিটের মনোমুগ্ধকর কিছু ছবি এখানে উপস্থাপন করা হল।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ycka9xsj


