
জম্মু-কাশ্মীরের উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে দখলদার ভারতীয় সেনাদের গাড়ি। ৭ আগস্ট, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বসন্তগড় এলাকার কন্ডোয়ায়। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পর খাদে গিয়ে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই তিন জন দখলদার ভারতীয় সেনা মারা যায়। আহত হয়েছেন ১৫ সেনা।
জানা যায় গাড়িটিতে মোট ২৩ জন সেনা ছিল। গাড়িটি কান্ডোয়া-বসন্তগড় রাস্তায় উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পর এটি উল্টে খাদে পড়ে যায়।
স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে নেমে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল। আহত সেনাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
উধমপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সন্দীপ ভাট জানিয়েছে, এই দুর্ঘটনায় তিন সেনার মৃত্যু হয়েছে। আহত সেনাদের চিকিৎসা চলছে। কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রাস্তা খারাপ থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
তথ্যসূত্র:
1. 3 CRPF personnel died, 15 injured in vehicle accident in Udhampur, J&K
– https://tinyurl.com/mr3dmer3
2. 3 Indian army vehicle falls into ditch in Kashmir,
– https://tinyurl.com/46fxbrpf


