
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা চলছেই। ৮ আগস্ট, শুক্রবার দিনভর দখলদার ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে গাজায় কমপক্ষে ৭২ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩১৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে সন্ত্রাসী আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবারের পর বর্বর ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৩০ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন ফিলিস্তিনি।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে যেসব নিহত ও আহতকে আনা সম্ভব হয়েছে— কেবল তাদেরকেই ধরা হয়েছে হিসেবের মধ্যে। ধ্বংসস্তূপের তলায় এবং সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে—যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাব এবং ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ এজন্য দায়ী। ফলে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আহত ও নিহতের মোট সংখ্যা আরও অনেক বেশি।
গাজায় সামরিক অভিযান চালানোর পাশাপাশি সেখানে খাদ্য ও ত্রাণ সামগ্রীর প্রবেশও সীমিত করেছে সন্ত্রাসী ইসরায়েল। ফলে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে সেখানে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় না খেতে পেয়ে এবং অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে ২০১ জনের। এদের মধ্যে ৯৮ জনই শিশু।
খাদ্য ও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদেরও নির্বিচারে গুলি করছে বর্বর ইসরায়েলি সেনারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ত্রাণ নিতে গিয়ে গাজায় এ পর্যন্ত শহীদ হয়েছেন মোট ১ হাজার ৭৭২ জন। তাদের মধ্যে ১৬ জন শহীদ হয়েছেন শুক্রবার।
তথ্যসূত্র:
1. Israel’s genocidal war on Gaza kills over 61,300, including 201 from starvation
– https://tinyurl.com/5d3hd3au


