
পশ্চিমবঙ্গের মালদা জেলার ১৯ বছর বয়সী এক মুসলিম যুবককে জোরপূর্বক বাংলাদেশে পাটিয়ে দিয়েছে রাজস্থান পুলিশ। নাগরিকত্বের সমস্ত বৈধ প্রমাণ থাকা সত্ত্বেও তাকে ‘বিদেশি’ ঘোষণা করে গত ২২ জুলাই সীমান্ত পার করে তাকে বাংলাদেশে পাঠানো হয়।
গত ৮ আগস্ট তৃণমূল কংগ্রেসের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মুসলিম মিরর। খবরে বলা হয়, ওই যুবকের নাম এসকে আমির। পুলিশ তাকে প্রায় দুই মাস রাজস্থানের একটি আটক কেন্দ্রে বন্দি করে রাখে। এরপর তাকে বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে পাঠায়। তৃণমূল কংগ্রেসের সাংসদ সামিরুল ইসলাম বলেছেন, ‘আমির রোহিঙ্গাও নয়, বাংলাদেশিও নয়, তিনি একজন বাংলাভাষী ভারতীয় নাগরিক, যাকে জোর করে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।’
সোশ্যাল মিডিয়ায় আমিরের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তিনি বাংলাদেশে একটি গ্রামের অবস্থান করছেন বলে জানান। তার বাবা জিয়াম শেখ অভিযোগ করেছেন, আমিরের কাছে নাগরিকত্বের সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ তার কথা শোনেনি। এখন তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ছেলে ফিরে পেতে।
সাম্প্রতিককালে ভারতে হিন্দুত্ববাদী রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে মুসলিম নাগরিকদের ‘বিদেশি’ বলে চিহ্নিত করে নিপীড়নের অভিযোগ ক্রমেই বেড়ে চলেছে। এর আগেও বাংলাভাষী বহু মুসলিম নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে বহিষ্কৃত করার ঘটনা ঘটেছে।
তথ্যসূত্র:
1. Muslim teenager forcibly deported to Bangladesh despite Aadhaar and birth certificate
– https://tinyurl.com/2sztzmyx


