আফগানিস্তানে নির্মাণাধীন আছে ৫টি বড় সিমেন্ট কারখানা, দৈনিক উৎপাদন হবে ১৫ হাজার টন

0
71

আফগানিস্তানের কান্দাহার, হেরাত, পারওয়ান, জাওযান এবং লোগার প্রদেশে বড় পরিসরে ৫টি সিমেন্ট উৎপাদন কারখানা প্রতিষ্ঠায় মোট ৭৫ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। এগুলোর নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে কয়েকটি কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ইমারতে ইসলামিয়ার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয় তথ্যসমূহ জানিয়েছেন। মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ জানান, দেশের সিমেন্ট উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ছে। এই খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও রপ্তানি আরম্ভ করার প্রচেষ্টা চলমান রয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগান হাফিযাহুল্লাহ বলেন, এই ৫টি কারখানা চালু হলে আফগানিস্তানে দৈনিক সিমেন্ট উৎপাদনে সক্ষমতা ১৫ হাজার টনে পৌঁছবে। ফলে বার্ষিক সিমেন্ট উৎপাদন ৫৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে।


তথ্যসূত্র:
1. Efforts underway to boost cement production to 15,000 tons daily: Mines ministry
– https://tinyurl.com/ms5vfd5w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতীয় মুসলিম নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পাঠাল রাজস্থান পুলিশ
পরবর্তী নিবন্ধপেশাদারিত্ব বাড়াতে সামরিক ইউনিফর্মে সজ্জিত ইমারতে ইসলামিয়ার সীমান্তরক্ষী বাহিনী