
গাজায় ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও মানবিক সংকটের মধ্যে একটি নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সমর্থনে গঠিত “গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF)” নামক সংস্থার আড়ালে গাজাবাসীর উপর চালানো হচ্ছে নৃশংস নির্যাতন ও যুদ্ধাপরাধ। এই সংস্থার সাথে যুক্ত একজন সাবেক মার্কিন সেনা সদস্য অ্যান্থনি অ্যাগুইলার প্রকাশ্যে স্বীকার করেছে যে, GHF প্রকল্পের নামে তাকে এবং অন্যান্য মার্কিন ঠিকাদারদের ইসরায়েলি সেনাবাহিনীর কাজে নিয়োগ করা হয়েছে, যা মানবিক সহায়তার সাথে কোনো সম্পর্কই রাখে না। বরং, এই প্রকল্পের আওতায় গাজাবাসীদের উপর চালানো হচ্ছে গণহত্যা।
অ্যান্থনি অ্যাগুইলার একজন সাবেক গ্রিন বেরেট সদস্য, যে ইউজি সলিউশন্স নামক একটি মার্কিন নিরাপত্তা কোম্পানির সাথে GHF-এর কাজে যুক্ত ছিল। সে ডেমোক্রেসি নাউ!-কে দেওয়া সাক্ষাৎকারে গাজায় GHF-এর কার্যক্রমকে “ডিস্টোপিয়ান ও নরকসম” বলে বর্ণনা করেছে।
তার মতে, GHF-এর নামে গাজায় যে “সহায়তা” বিতরণ করা হচ্ছে, তা আসলে ইসরায়েলি সেনাবাহিনীর একটি কৌশলগত প্রকল্প। এই সংস্থাটি ইসরায়েলের মোসাদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হয়। GHF-এর বিতরণ কেন্দ্রগুলো ইচ্ছাকৃতভাবে যুদ্ধাক্রান্ত এলাকায় স্থাপন করা হয়েছে, যেখানে ইসরায়েলি সেনারা নির্বিচারে গুলি চালাচ্ছে ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের উপর।
অ্যাগুইলার উল্লেখ করেছে যে, মার্কিন ঠিকাদারদেরকে “ট্যুরিস্ট ভিসা” দিয়ে ইসরায়েলে প্রবেশ করানো হয়েছে, কিন্তু তারা সেখানে সম্পূর্ণ সামরিক অভিযানে অংশ নিচ্ছে। তাদেরকে স্বয়ংক্রিয় অস্ত্র ও বর্মভেদী গুলি সরবরাহ করা হয়েছে, যা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই ব্যবহার করা হয়।
GHF-এর সাইটগুলোতে ক্ষুধার্ত গাজাবাসীরা যখন খাবারের জন্য ভিড় করেন, তখন ইসরায়েলি সেনারা এবং মার্কিন ঠিকাদাররা নির্বিচারে গুলি চালায়, যার ফলে শতাধিক নিরীহ মানুষ নিহত হয়েছেন।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদকরা ইতিমধ্যে GHF-এর কার্যক্রমকে “যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ” বলে চিহ্নিত করেছে। এই সংস্থার মাধ্যমে ইসরায়েল গাজাবাসীদেরকে “বায়োমেট্রিক ট্র্যাকিং ও কনসেন্ট্রেশন ক্যাম্প”-এর দিকে ঠেলে দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এই ঘটনা থেকে স্পষ্ট হয় যে, ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল এবং পশ্চিমা শক্তিগুলো গাজায় মানবিক সহায়তার নামে আসলে একটি সামরিক ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। GHF প্রকল্পের মাধ্যমে গাজাবাসীদেরকে জোরপূর্বক দক্ষিণাঞ্চলের নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে, যা জবরদস্তিমূলক বাস্তুচ্যুতির শামিল। জাতিসংঘ ও অন্যান্য স্বাধীন সাহায্য সংস্থাগুলোকে গাজা থেকে সরিয়ে দিয়ে ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র GHF-কে ৩০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যা সরাসরি ইসরায়েলি যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে।
অ্যান্থনি অ্যাগুইলারের স্বীকারোক্তি প্রমাণ করে যে, ইহুদিবাদী দখলদার পক্ষ ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা গাজায় “মানবিক সহায়তা”-এর নামে একটি নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। GHF প্রকল্পের মাধ্যমে তারা গাজাবাসীদের উপর চাপিয়ে দিচ্ছে ক্ষুধা, ভয় ও মৃত্যুর এক বিভীষিকা।
তথ্যসূত্র:
1. This American army mercenary said that he was paid under the guise of the GHF to work for the Israeli army, not to deliver aid.
– https://tinyurl.com/2s3p3s8s


