সন্ত্রাসী ইসরায়েলের সমগ্র গাজা দখলের ঘোষণায় তীব্র নিন্দা জানিয়েছে ইমারতে ইসলামিয়া

0
80

সন্ত্রাসী ইসরায়েলের সমগ্র গাজা ভূখন্ড দখলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এই সিদ্ধান্তকে বিপজ্জনক ও গভীর উদ্বেগজনক বলে বার্তায় অভিহিত করা হয়েছে। এতে উক্ত অঞ্চলে মানবিক সংকট আরও বাড়বে বলে সতর্ক করা হয়েছে।

ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও সতর্ক করে যে, উক্ত সিদ্ধান্ত গাজায় সংঘাতকে দীর্ঘায়িত করার ঝুঁকি তৈরি করেছে। নিরীহ ফিলিস্তিনবাসী ইতোমধ্যে চরম মানবিক সংকটের শিকার, এই পরিস্থিতিতে আরও করুণ পরিণতি সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।

এই পদক্ষেপ গাজার জন্য একটি গুরুতর হুমকি, যা চলমান যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে, বেসামরিক নাগরিকদের মধ্যে দুর্ভোগ বাড়িয়ে তুলবে।

আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত প্রভাবশালী আঞ্চলিক রাষ্ট্র ও বৈশ্বিক পক্ষগুলোকে তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালন করতে বার্তায় আহ্বান জানানো হয়। যেন মানবিক পরিস্থিতির আরও অবনতি রোধ করা যায়। গাজার সংকট যেন আরও দীর্ঘায়িত ও রক্তাক্ত হতে না পারে সেই লক্ষ্যে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানানো হয়েছে।

অবিলম্বে যুদ্ধবিরতি ও চলমান সংঘাতের শিকার জনগোষ্ঠীর নিকট দ্রুত মানবিক সহায়তা পাঠানোর প্রয়োজনীয়তা বার্তায় জোরালোভাবে তুলে ধরা হয়। এতে জোর দিয়ে বলায়, গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরি করতে হবে, ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে হবে। জনদুর্ভোগ হ্রাস ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য এটি গুরুত্বপূর্ণ।


তথ্যসূত্র:
1. Israeli Decision to Seize Entire Gaza Strip
– https://tinyurl.com/2hajst92

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতীয় মাদকের নতুন রুট গোমতী নদী; পানিতে ভাসিয়ে পাঠানো হচ্ছে বড় বড় চালান
পরবর্তী নিবন্ধবিপুল অঙ্কের টাকা নিয়ে ভারতে পালানোর সময় সীমান্তে আটক দিপু মনির ভাগনে