ভারতের বিহারে পুলিশের হেফাজতে মুসলিম যুবকের মৃত্যু, পরিবারের অভিযোগ শ্বাসরোধ করে হত্যা

0
27

ভারতের বিহারের সিওয়ান জেলায় পুলিশের হেফাজতে ২০ বছর বয়সী এক মুসলিম যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম ফয়েজ আনোয়ার। তার পরিবার দাবি করেছে, পুলিশ তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

গত ৯ আগস্ট মাকতুব মিডিয়া এক প্রতিবেদনে জানায়, গত ৩১ জুলাই পুলিশ ফয়েজ আনোয়ারকে চুরির অভিযোগে গ্রেপ্তার করে। পরবর্তী ২ আগস্ট পুলিশ তাকে মৃত ঘোষণা করে এবং দাবি করে যে সে অসুস্থ হয়ে পড়েছিল এবং পরে আত্মহত্যা করেছে। তবে, ফয়েজের পরিবার এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং নির্যাতন ও হত্যার অভিযোগ করেছে।

ফয়েজের বড় ভাই সাইফ আলী জানান, ‘তার শরীরে গভীর আঘাতের চিহ্ন ছিল, বিশেষত ঘাড়ে দুটি দাগ ছিল, যা শ্বাসরোধে হত্যার ইঙ্গিত দেয়।’ তিনি আরও বলেন, ‘আমি বারবার পুলিশের কাছে ফয়েজের সাথে দেখা করার অনুমতি চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে ফিরিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত যখন আমি তাকে দেখতে পাই, তখন পুলিশ তার লাশ নিয়ে বের হয়ে আসছিল।’

পরিবারের অভিযোগ, পুলিশ প্রথমে লাশের পরিচয় গোপন করার চেষ্টা করে এবং পরে হাসপাতাল নিয়ে গেলে ফয়েজকে মৃত ঘোষণা করা হয়। সাইফ আলীর ভাষায়, ‘পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে স্পষ্ট সমন্বিত গোপন খেলা চলছিল’।

এছাড়াও ফয়েজের পরিবার এবং তাদের আইনজীবী অ্যাডভোকেট কাইফ হাসান অভিযোগ করেছেন যে, ময়নাতদন্ত প্রতিবেদন সময়মতো পাওয়া যাচ্ছে না, যা তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি বলেন, ‘এটি ন্যায়বিচারের স্পষ্ট অস্বীকৃতি, রাষ্ট্রকে ফরেনসিক পরীক্ষা ও স্বাধীন তদন্তের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।’

এখন পর্যন্ত ফয়েজের মৃত্যুর ঘটনায় কোন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। ফয়েজের মা জায়দা খাতুন ইতিমধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে ছেলের হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।


তথ্যসূত্র:
1. “My son was killed in police custody”: Mother of 20-year-old Muslim youth in Bihar’s Siwan
– https://tinyurl.com/ywyybz7x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজাবির হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধকাশ্মীরে বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী