
দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল সম্প্রতি দক্ষিণ সিরিয়ার আল-কুনেইত্রা প্রদেশের বেশ কয়েকটি বসতিতে প্রবেশ করে চেকপয়েন্ট স্থাপন ও বেসামরিক নাগরিকদের তল্লাশি চালিয়েছে। ১০ জুলাই, রবিবার সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি বাহিনীর এই অনুপ্রবেশ বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী দখলদার পক্ষের ক্রমবর্ধমান সামরিক আধিপত্যেরই ধারাবাহিকতা। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও পাশ্চাত্যের সমর্থনে ইসরায়েল তার অবৈধ দখলদারিত্ব তীব্রতর করছে, যা পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী আল-কুনেইত্রা প্রদেশের মধ্য ও দক্ষিণ অংশের বেশ কয়েকটি গ্রাম ও শহরে আক্রমণ করেছে। তারা চেকপয়েন্ট স্থাপন করেছে এবং বেসামরিক নাগরিকদের তল্লাশি করছে।
বিশেষ করে, ইসরায়েলের পাঁচটি সামরিক গাড়ির একটি বহর গোলান মালভূমি সীমান্তে অবস্থিত এর-রাফিদ শহরে প্রবেশ করেছে। আরেকটি বহর দামেস্ক থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে প্রদেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত রুওয়াইহিনা বসতিতে অগ্রসর হয়েছে। অনুপ্রবেশের কয়েক ঘণ্টা পর ইসরায়েলি বাহিনী পিছু হটে।
এছাড়া দামেস্ক থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের রুওয়াইহিনা বসতিতে ইসরায়েলি সেনারা চেকপয়েন্ট স্থাপন করে বেসামরিক নাগরিকদের হয়রানি শুরু করেছে। হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলি বাহিনী মাশারা ও আল-তাইহা শহরে সড়ক বিচ্ছিন্ন করেছে, যা স্থানীয়দের চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটাচ্ছে।
ইসরায়েলি বাহিনীর ক্রমাগত অনুপ্রবেশ ও চেকপয়েন্ট স্থাপনের ফলে আল-কুনেইত্রার বেসামরিক জনগণ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আল-বকর জানান, “ইসরায়েলি সেনাদের তল্লাশি ও হয়রানি এখন নিত্যদিনের ঘটনা। নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে”।
ইসরায়েলি সেনাদের এই অনুপ্রবেশ ১৯৭৪ সালের সিরিয়া-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন, যা গোলান উপত্যকাকে একটি নিরপেক্ষ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু ইহুদিবাদী দখলদার পক্ষ এই চুক্তিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে চলেছে।
ইহুদিবাদী দখলদার ইসরায়েলের সিরিয়ায় অবৈধ সামরিক তৎপরতা ও বেসামরিক জনগণের উপর চালানো নির্যাতন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পাশ্চাত্য দেশগুলির সমর্থন ও নীরবতা ইসরায়েলকে আরও উৎসাহিত করছে, যা অঞ্চলটিতে নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।
তথ্যসূত্র:
1.
Israeli forces enter several settlements in southern Syria
– https://en.isna.ir/news/1404051911346/Israeli-forces-enter-several-settlements-in-southern-Syria
2. Israel Launches New Attack on Syria’s Quneitra Province
– https://tinyurl.com/yzrpbrnt


